শিল্পসাহিত্যঃ
নিঃশ্বাসের প্রতিধ্বনিতে মিশে আছে তালপাতার ঝিরিঝিরি বাতায়ন
গাছের ফাঁকে ফাঁকে উঁকি দেয় কথামালা, কিছু কথা গল্প হয়,কিছু গল্প উপন্যাসে এসে মিশে
তালপাতার বাতাসে মৃদু মৃদু গরম অনুভূত হয়
হাত থেকে ঝরে পড়ে কবিতাগুচ্ছ
নীরবতায় হৃদয়মেলে বসে থাকে
অনেকের হাতছানি
স্মৃতি বিস্মৃতিগুলো তালপাতার ছাউনি তুলে মনের দেয়ালে
ভিতরটা অন্তঃসার
কোনভাবেই দখিনা আকাশে চোখ পড়ে না
ঝাপসা হতে থাকে পিয়ানোর ঝংকার
কেটে যায় বিক্ষত বিক্ষোভ
আপেক্ষেরা চিৎকার করে
রাখালের মন করে আনচান
দূর হতে একটা আর্তনাদ কানে ভাসে
অথচ নিরুত্তাপ দেখে,বিক্ষোভরা মিছিল করে পিয়ানোর সুরে
একদিন তোমার বিচার বসবে হাটতলায়, জটলা করবে কিছু মিথ্যার দগদগে ঘা
তথাপি তালপাতার বাঁশি বাজবে না
বাঁশিটা বিমর্ষ খুব যতনে
হেলান দিবে সত্যরা আক্ষেপে
সত্য কোন না একদিন জয় পাবে
পাখাটা মুক্তি পাবে
এক জহ্নুকন্যার সুরতহালে।