বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯

ফখরুল হাসান এর রম্যছড়া আবুল চাচার স্বপ্ন



আবুল চাচা মনে মনে চিন্তা করে ঘুমায়
ঘুমের মাঝে ছেলেটাকে দুই গালেতে চুমায়
আবুল চাচা স্বপ্নে দেখে ছেলে হলো নেতা
সকাল বেলা উঠে দেখেন ছিঁড়া চাচার খেতা।
.
মেঝো ছেলের চিন্তা করে যেই না আবুল ঘুমে
টাকার বান্ডিল দেখতে পেলো হাজার কোটি রুমে
ছেলে তাহার হলো কি না মস্ত বড়ো অফিসার
ঘুমের ঘোরে আবুল বলে ভাঙলে কেন আমার ঘাড়
.
ছোট ছেলে অন্য রকম সবার কাছে কদর পায়
এক ইশারায় গুলি করে মানুষ বুঝি নিরুপায়
এই ছেলেটা উজ্জ্বল করবে আবুল চাচার মুখ
পুলিশ এলেই ধড়ফড় করে আবুল চাচার বুক।

Share: