বুধবার, ২৯ মে, ২০১৯

দলছুট মেঘ চুম্বন আয়েশা মুন্নি

শিল্পসাহিত্যঃ
 

দলছুটমেঘের গহীনে জলরঙে আঁকা
ছোপছোপ ষোড়শীর আঁচলের চিত্র
ন্যাওরা চুলে গুঁজে নেব সাদা মেঘফুল
একমুঠো মেঘ ছুঁয়ে হবো পবিত্র।

হৃদপিন্ডে স্থবিরতা মেঘমাল্লার গানে
অমিত্রাক্ষরে ছন্দ কাব্যাঙ্কন,
ভাগ্যরেখার শঙ্খমালায় ভালবাসায়
আকাশ ছুঁয়ে করবো দৃঢ়পণ।

অঞ্জলি ভরে মেঘের সৌন্দর্য প্রবাহ
খুঁজি আমার প্রতিচ্ছবি
মেঘ চুম্বনের চানক্য স্পর্শে শিহরন
মুগ্ধ বিহ্বলে হবো কবি।
Share: