রবিবার, ১৯ মে, ২০১৯

কবি ফখরুল হাসান এর কবিতা কাপুরষ হবে না যুবক

শিল্পসাহিত্যঃ
 

ফুল হাতে নিয়ে পেছনে ডেকো না প্রিয়তমা
ক্ষতি নেই যদি আর দেখা না হয় দুজনার
লড়াইয়ের মাঠ থেকে ফিরে আসি যদি
লাল সবুজের সাথে তোমাকে করে নেব প্রতিমা।
.
বেকারত্বের আগুন দাউ দাউ করে জ্বলে প্রতি ঘরে
ঘুষ আর দুর্নীতির ধ্বংসস্তুপে ডুবছে স্বদেশ!
লড়াই লড়াই এসো প্রিয়সী লড়াইয়ে মাঠে দেখা হবে
লাখো মানুষের কাফেলায় হবে মিছিলের চুম্বন বেশ।
.
তোমার প্রণয়ের ছোঁয়ায় আর কাপুরুষ হবে না যুবক
স্বদেশ ডাকছে সাইরেন বাজে সামনে যুদ্ধের ময়দান
তোমাকেই বলছি যুবক দুর্নীতির চেয়ারে দাও আগুন
প্রতিরোধে কূচক্রিদের কাছে যায় যদি যাক এ জান।
.
ফুল নিয়ে এসো না প্রিয়তমা সামনে আরো দুর্দিন
পুঁজিবাদের প্রবল স্রোতে হারাচ্ছে মনুষ্যত্বের দেশ
শান্তির বাণী সিন্ধুকে রেখে লড়াই করো যুবক
তবেই হবে ঘুষখোর আর দুর্নীতি চিরতরে শেষ।
Share: