হতচ্ছাড়া প্রেম / তাসলিমা কবির রিংকি
কে বলেছে তুমি নেই !তুমি আর আসবে না
ওসব বাজে কথা আমি বিশ্বাসই করিনি
আমি তো বলেছিলাম একদিন ফিরে আসবে ।
আমার জন্য গোলাপ বেলী আর
সোনার কবিতা হাতে অবশেষে এলে তো !
আমার কি য়ে হতচ্ছাড়া প্রেম !
আনন্দ না বেদনা না
শুধু বিরহ ছড়িয়ে তোমাকে খুঁজে;
বাড়াবাড়ি রকমের বেহায়াপনা ছাড়িয়ে
শুধু তোমাকেই বুঝে ।
তোমাকে পাওয়া সহজ না তাই চাই না
কবিতা লিখে প্ররোচিত করি
তুমি যে রহস্য গোপন রাখো আমি তার পিছু ছুটি,
তুমি যেখানে যাও চলি তোমার পায়ের তালে তালে
তোমার চোখে মুখে বুকে ছিলাম না কোনকালেই
ছিলাম এক পলকের মৃদু হাসিতে
সেটাই কম কিসে বলো ?
তোমার প্রেমে আত্মার দ্যুতি ছড়িয়ে মুগ্ধ আমি
স্বর্গের বাগানে তোমার পদ স্পর্শ করে আমি দূরে
প্রাণের স্পর্শে ফুটাই ফুল ।