কবি সাজেদা পারভীন কবিতা নিশি কাব্য
নিশিদিন নিশিভোর নিশি নিশিক্ষন,
নিশিক্ষনে ভালো লাগে তোমার কথন।
নিশিকালে নেশাভরা চাঁদ হাসে গগণে,
নিশিরাতে তুমি যে আসো মোর স্বপনে।
নিশিরাতে গগণে উঠে পূর্ণিমার চাঁদ,
নিশিতেই ভাঙে যত আবেগের বাঁধ।
নিশিপদ্ম হাতে নিয়ে চেয়ে রই নীলাকাশে,
নিশিচাঁদে তোমারে দেখে মন অকারনেই হাসে।
নিশিকাব্য রচি আমি ঘোর অমাবশ্যা নিশীথে,
নেশায় যে মাতাল হই বিরহ বন- বিথীতে।
নিশি ভোরে কখন যে আনমনে উঠি জেগে,
নিশীথেই অকারনে হাতরে খুঁজি তোমাকে।
নিশীথের প্রেমে আমি হই মশগুল,
নিশি চাঁদের কথা শুনে আমি হই আকুল।
নিশি প্যাঁচার নিম সুরে আমি অকারনে পাই ভয়,
তবু ও নিশীথিরে ভালোবাসিতেই মনে বেশি ইচ্ছা লয়।
নিশিরাতেই কখন ও বা ফুরায় মায়ার টান,
ফুরায় জীবনের লেন দেন সব ঐকতান।
ভাবতে ভাবতে কখন যে নিশি ফুরায়,
আবার অপেক্ষায় থাকি নিশির আশায়।