রবিবার, ৭ জুলাই, ২০১৯

সিডনিতে ২০২০ সালের বৈশাখী মেলার তারিখ ঘোষণা


আবুল কালাম আজাদ, সিডনি,অষ্ট্রেলিয়া: বঙ্গবন্ধু পরিষদ সিডনি আয়োজিত অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিরা ২০২০ (১৪২৭ বংলা) সালের বাংলা নববর্ষ উদযাপন করবে ৪ এপ্রিল (শনিবার)। ১৯৯৩ সালে বারউড স্কুল মাঠে অনুষ্ঠিত বৈশাখী এখন সিডনির সবচেয়ে বড় নববর্ষ উদযাপনে পরিণত হয়েছে। স্মিথফিল্ড রোডের ফেয়ারফিল্ড শো-গ্রাউন্ডে এ মেলা সকাল ১০টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে।

এ বছর ২০১৯ সালের বাংলা নববর্ষ উদযাপন করেছিল ৬ এপ্রিল শনিবারে। ২০১৮ সালে থেকে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে। দীর্ঘদিন থেকে এই মেলা টেম্পি পার্কে অনুষ্ঠিত হওয়ার কারণে অনেকের কাছে এই প্রাণের উৎসব টেম্পি মেলা নামে পরিচিত।


মেলায় সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ফ্যাশন শো, বাচ্চাদের রাইড ও জমকালো আতশবাজি আয়োজন থাকবে। মেলার প্রধান আয়োজক গাউসুল আলম শাহজাদা জানান, মেলার প্রস্তুতি নিয়ে আলোচনা সভা ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হবে। সভায় আরো বিস্তারিত কর্মসূচী জানাবেন বলে আয়োজকরা জানান।
Share: