বুধবার, ২৪ জুলাই, ২০১৯

ভালোবাসি বাবা নুসরাত জাহান (লিয়া)



আমাদের জন্য প্রস্তুত তার শেষ রক্তবিন্দু,
তিনি বাবা আমাদের প্রিয় বন্ধু।
পৃথিবীতে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার,
বাবা ভালোবাসার পাহাড়।

বিশ্ব বাবা দিবসে বলি নাই,
ভালোবাসি বাবা তোমাকে।
তাই কি বলো তোমার প্রতি,
ভালোবাসা আমাদের কমতি আছে?

সারাদিনের ব্যাস্ততা শেষে
তুমি যখন বাড়ি ফিরতে,
কি এনেছো আমার জন্যে
বলতাম তোমায় জড়িয়ে ধরে।

প্রতিনিয়ত কষ্ট দিয়েছি বাবা,
রাখো নাই তুমি মনে।
নিজের ঘাম ঝরিয়েছো,
আমাদের প্রয়োজনে।

মনে কি পরে তোমার প্রিয় খাবার,
মাছের মাথা খেয়েছো শেষ কবে?
সব সময় ভেবেছো তুমি,
কি করে আমাদের অন্ন যোগাবে।

বাবা তুমি হাটতে শেখালে হাত ধরে,
সুখ দুঃখে আছো তুমি পাশে।
শেষ করা যাবেনা তোমায় নিয়ে লিখে,
তুমি আমার সব বাবা এই পৃথিবীতে।



Share: