রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

লন্ডন প্রবাসী কবি ফাহমিদা ইয়াসমিনের একক কবিতা পাঠের আসর



গত ১৬ই আগস্ট সোমাবার প্রাকৃত প্রকাশের উদ্যোগে কবি ফাহমিদা ইয়াসমিনের একক কবিতা পাঠের আয়োজন করা হয়। কবি মামুন সুলতানের সভাপতিত্বে গল্পকার মিনহাজ ফয়সলের সাবলীল উপস্থাপনায় কবি সাবিনা আনোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন কবি ফাহমিদা প্রবাসে জীবন যাপন করলেও দেশের প্রতি রয়েছে গভীর মমত্ববোধ। তার কবিতায় যেমন প্রেমের কথা আছে তেমনি দেশের কথাও আছে।  তার কবিতায় এক ধরনের ভালো লাগা আছে। কবির কাব্যচর্চা  যেন অব্যাহত থাকে এই আশাবাদ উপস্থিত সকলেই ব্যক্ত করেছেন। বিশেষ অতিথি ছিলেন কবি এম মোশাহিদ খান। কবির কবিতা থেকে আবৃত্তি করেন ছড়াকার দেলোয়ার হোসেন দিলু,কবি শফিকুল ইসলাম সোহাগ, কবি মোশাররফ হোসেন সুজাত, কবি জুবের আহমদ সার্জন, কবি নাসিম আহমদ লস্কর, কবি কামরুল ইসলাম বুলবুল,  কবি জেনারুল ইসলাম,কবি সাইফ মুহাম্মদ খালিদ, মুকিত খান,ও মাহবুবর রহমান।
Share: