জহিরুল ইসলাম:সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে “গাছ লাগান, পরিবেশ বাঁচান” বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রয়াসের সাংগঠনিক সম্পাদক মারজানুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান হেমায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা.লুৎফা হক লাভলী।
আরো অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় ও বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিরা সুপারি, বকুল, কৃষ্ণচূড়া, নীম, জাম গাছসহ ইত্যাদি বিভিন্ন রকম চারাগাছ রোপন করেন।
এই সময় প্রয়াসের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম,মেহেদী হাসান,ফয়সাল, আলমঙ্গীর,তামান্নাসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলো।