একমুঠো ভাত
বিপ্লব হোসেন মোল্ল
কখনো কি কেঁদেছো তুমি
একমুঠো ভাতের জন্য
কখনো কি পেতেছো তুমি,
পাঁচটি টাকার জন্য হস্ত?
তবে কি বুঝবে!
নদী মাঝে লঞ্চ চলে
কাঁদে কত শিশু
পথে পথে ভাত খুজতে
হেঁটেছে কি যিশু?
হাঁটেনি যিশু, কাঁদেনা কারো মন
কাঁদে যত শিশু, তার অসহায় সজন!
ধমক দেয় সাহেব দাতা
টাকা দেবো না যা!
ওরে সাহেব, তেহেরী কাচ্চি খাও
অর্ধেক খাও অর্ধেক ফেলাও!
কেক কাঁটো শুভ জন্মদিনে
ভাবনা, আছে কজন অনাহারে?
একমুঠো ভাত করনা কেউকে প্রদান
মঞ্চ-মাতাও ;বলো আমি খাদ্যের ভগবান।
হায়রে খাবার হায়রে মানুষ
হারিয়ে তর বিবেক, হসনে অমানুষ!
ঘুরে দেখ আজ ঘুরে দেখ
তুই কি সেই মানুষের শ্রেয়?
কিসে তর এত বড়াই
কিসের অহংকার
একদিন হবে তর সবি মিছে
যেদিন হবে পাপের যোগ্য প্রমাণ।
খুলে রাখ তর কান
দিতে হবে সেই চোখের জলের দাম!
ধমক দিয়ে নয়,লাঠিঘাতে নয়
দন্ড তার শ্রেষ্ঠ বিচারখান।
চাইলে ভিক্ষা বলো যে ব্যবসা
হও একদিকে কাত
কে দেবে,ঐ একমুঠো ভাত?
রচনাকাল: ২৬/০১/২০২০,মাওয়া ঘাট