২১শে'র গজল
-মুন্সী কবির
ফাগুন আসি-আসি
পলাশ বনে বড় উদ্বেল শত কু্ঁড়ি,
ফুল হবে যবে তবে অঞ্জলী হবে
ত্যাগের অহমে জ্বলবে ভাষার মিনারে গৌরবে।
বাতাসে তখন শুধু একটাই তান
আমার ভাইয়ের রক্তে রাঙানো মাতৃভাষার গান।
বিটোফেন হেরে যাবে এই গানে
সুরের বাঁশীও নিভে যাবে অভিমানে,
মিঞা তানসেনের সেই সে অগ্নি ধ্যানে
তনয়া তানসেন করবে যে আলাপ
তাতেও মেঘের চোখে শুধু বৃষ্টির বিলাপ।
সারা বিশ্বে মাতৃভাষার লাগি
শুধু একটাই গজল আজ
প্রভাতফেরীর মিছিলে যা ঝরিছে অনর্গল
হতবাক হবে বিশ্ব বেঁচে রবে যত পল!
একুশের এই মন্ত্রবীজ উড়িছে সপ্ত গগনে
বাংলা, বাঙালি,বাংলা ভাষা আজ বিশ্ব মহিমান্বে।।