বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

কবি এ.আই রানা চৌধুরীর কবিতা ‘কেমন বাঙালি’


কেমন বাঙালি
এ.আই রানা চৌধুরী


বাংলাতে না বলি কথা
বাঙালি কেমন তবে?
বাংলার বুকে জন্মে মোরা
বাঙালি হবো কবে?
কথায় কথায় ইংরেজিতে
অনেকে বলে কথা,
এসব শুনে হৃদয় আমার
পেয়েছে হাজার ব্যথা।
রফিক সালাম কেন তবে
বিলিয়ে দিলো রক্ত?
আমরা এমন জাতি হায়রে
একুশেই শুধু ভক্ত।
হাজার হাজার সালাম জানাই
একুশে ফেব্রুয়ারি,
অন্তরে নই বাঙালি যে
বাঙালি বেশ যে ধরি।


রচনা কাল: ০৪/০২/২০২০খ্রিঃ
Share: