শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

নুরুল আলম বাকুর কবিতা 'বাংলা আমার মাতৃভাষা '


বাংলা আমার মাতৃভাষা 
নুরুল আলম বাকু


বাংলায় হাসি বাংলায় কাঁদি

বাংলায় জীবনের সুরতান বাঁধি
বাংলায় গাই গান
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ।

বাংলায় রচি প্রেমের পদবলি
বাংলায় বলি বিরহের কথাকলি
বাংলায় গাই জীবনের জয়গান
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ।

নিদ জাগরনে
অনুভব অনুরননে
বাংলা করে পরম শান্তিদান
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ।

বাংলা আমার হৃদয়ের কলতান
যুগ যুগ ধরে দিয়েছে সম্মান
বাংলা ভাষা জুড়ায় যে প্রাণ
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ।

বাংলাস্রোতে ভেসে যাক জ্বরা
বাংলাস্নানে সুচি হোক ধরা
বাংলা দানুক নতুন প্রাণ
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ।

বায়ান্নর ভাষা আন্দোলনে
দামাল ছেলেরা উদার মনে
সালাম রফিক জব্বার বরকত
অকাতরে দানিল প্রাণ
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ।

মায়ের ভাষা রক্ষার তরে
বীরেরা জীবন উৎসর্গ করে
রাখলো দেশের মান
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ।

যতদিন রবে
বাংলা এ ভবে
ততদিন যেন অনাদর অবহেলায়
তাদের এ ত্যাগ হয়না কভু ম্লান
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ।
Share: