শনিবার, ৭ মার্চ, ২০২০

কবি হিমু রাশেদের কবিতা ‘‘বাংলা আমার’’


বাংলা আমার
           -হিমু রাশেদ

বাংলা আমার মায়ের ভায়া,
রাখবো তাঁকে; যতনকরে দিবা-নিসি অহরবেলা।
বাংলা সে যে, ব-দ্বীপ রেখা,
রাখবো তাঁকে; জ্বলে ধুয়ে সারাবেলা।
বাংলা আমার ঝিঁঝিঁ পোঁকার বাঁসিওয়ালা,
সেজে বাঁজে সান্ধো বেলা।
বাংলা আমার-দেশত্ব বোধেরমাতৃসুধা,
রাখলো ধরে; তাঁরা জীবনদিয়া। 
বাংলা আমার লালন ধারা,
চেনে তাঁকে; বাউল,সাধু,গুরু, সন্ন্যাসী-রা।
বাংলা আমার নকসি কাথার চরনতলা,
রাখবো তাঁকে; মাটি,পাটি,চালাই পাড়া।
 বাংলা আমার বোনের বকুল ফুলের গাঁথা মালা,
রাখবো তাঁকে; গলেভরে জোড়া জোড়া।
বাংলা আমার প্রানে রক্তোধারা,
রাখবো বজায়; সেই স্রোতধারা।
বাংলা আমার পান্তা ইলিশ গাঁয়ে ভরা ,
খাবো তাঁকে; সবাই মিলে পেটভরা।
বাংলা আমার বায়স্কোপে খুদিরামের ছবি দেখা,
রাখবো তাঁকে; মন-নয়নে যতনকরা। 
বাংলা আমার রাঁখাল ছেলের বাঁসিওয়ালা,
রাখবো তাঁকে; বাবলা তলায় খোলাকাশের বাতাসদিয়া।
বাংলা আমার সাঁখ বাঁজানো সাজেরবেলা,
রাখছে ধরে; মা,পিসি-মাসি,জেঠি,দিদি সবাই তাঁরা।  
একুশ হলো; ছালাম,রাফিক,বরকত ভাই এর রক্তদানে- প্রানখুলা কথাবলা,
রাখবো তাঁদের; মাথায়করে বিশ্ব-মোরা।
একুশ পেলো বিশ্বভাষা,
সাধু জানায়; তাঁদের প্রাণঢালা।
বাংলা আমার হাজার বছর জীবনধারা,
রাখবো তাঁকে ধরে; কোটি মানুষ জীবন দিয়া।


Share: