সহজা-সরলা
দুটো প্রিয় পাখি
দুটো প্রিয় ফুল
এক জোড়া দুল,
তুলি দিয়ে আঁকি!
দুটো প্রিয় বই
দুটো প্রিয় চারা
এক জোড়া তারা,
হাসি খুশি খই!
সহজা-সরলা
দুটো প্রিয় গান
দুটো প্রিয় মাস
এক জোড়া হাঁস,
হই চই ফান!
দুটো প্রিয় রুম
দুটো প্রিয় ফোক
এক জোড়া চোখ,
চোখ জুড়ে ঘুম!
সহজা-সরলা
দুটো প্রিয় চেরি
দুটো প্রিয় শুরু
এক জোড়া ভ্রæ,
টম এন্ড জেরি!
দুটো প্রিয় ঘুড়ি
দুটো প্রিয় চাঁদ
এক জোড়া ছাদ,
উঠে যাই, উড়ি!
সহজা-সরলা
দুটো প্রিয় ছবি
দুটো প্রিয় ঘড়ি
এক জোড়া পরী,
ঘোরাফেরা হবি!
দুটো প্রিয় ফুড
দুটো প্রিয় রঙ
এক জোড়া সঙ,
রাগে লাগে গুড!
সহজা-সরলা
দুটো প্রিয় ফল
দুটো প্রিয় গদি
এক জোড়া নদী,
পানি টলমল!
দুটো প্রিয় নাম
দুটো প্রিয় ছুটি
এক জোড়া ঝুঁটি,
ডান আর বাম!