শুক্রবার, ২২ মে, ২০২০

শাহজাহান আলীর কবিতা_সঙ্গী







মোঃ শাহজাহান আলী

সঙ্গে রে তুই নিবি যারে
                       সেই হবে তর সঙ্গী,
আগে থেকেই ভেবে বুঝে
                        দেখবি তাহার ভঙ্গি।
সঙ্গী তরে দিতে পারে
                         নতুন এক জীবন
যদি তাহার সঙ্গ ধরে
                        থাকিস সারাক্ষণ।
সঙ্গীটা তর ভালো হলে
                        হবিরে তুই খাটি!
সঙ্গীটা তোর মন্দ হলে
                         সব করিবে মাটি।
জীবন্টাকে করতে হলে
                          পরিশুদ্ধ পরিস্কার;
মনের মত সঙ্গী একটা
                         করে নে জোগাড়।
যে জন তোমার দূর করিবে
                          মনের আধার অন্ধকার,
সেই তোমার পরম বন্ধু
                           উত্তম সঙ্গী তোমার ।


Share: