রবিবার, ১০ জুলাই, ২০২২

মিছিল -ফয়সাল আহমেদ

 

মিছিল

-ফয়সাল আহমেদ


মিছিল হবে মিছিল

উত্তাল টকবগে রক্তের মিছিল!

গায়ের লোম জেগেওঠা শিহরণ জাগানো মিছিল

শত শত তরুণের উদীপ্ত কন্ঠে

শক্ত বাহুর মুষ্টিবদ্ধ তালুতে কালো মেঘ ভাঙ্গার মিছিল।

মিছিল হবে মিছিল

রক্ত ধমনী শিরায় শিরায় লোহিতকনায়,

বান জাগানো মিছিল !

কলিজা ছেড়া আর বক্ষভেদী বুলেটের মিছিল।

মিছিল হবে মিছিল

কিশোর যুবক মজুর মুটে

সেই পুরানো ঢাকার রিক্সাচালক,

আর বুড়িগঙ্গা পাড়ের লোহা পিটানো শ্রমিক আসবে

মিছিল হবে

অফিসের কেরানী আসবে , সাহেব আসবে

ঠেলাগাড়ী ঠেলা সেই ছোট্ট ছেলেটি আসবে,

ঝুমঝুমি ফেরিওয়ালা আসবে, রফিক আসবে,

শফিউল আসবে, জব্বার আসবে, কামাল আসবে,

মিছিল হবে মিছিল

বুলেটের সামনে পেতে দেওয়া উদার বুকের মিছিল

মাথার মগজ ছিটকে পড়ার মিছিল!

তাজা রক্তে বাষ্প ওঠার মিছিল

ধোয়ায় ধোয়ায় বারুদের গন্ধের মিছিল

একটি বার মা বলে ডাকবার মিছিল

বর্ণমালা নানাবর্ণের মিছিল

স্বরবর্ণের মিছিল, ব্যাঞ্জণবর্নের মিছিল

মিছিল হবে মিছিল ।।

Share: