দর্শনা সাহিত্য পরিষদের আয়োজনে গত শুক্রবার দুপুর ৪ টায় দর্শনা প্রেস ক্লাবে বাংলাচারু সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়। সমবেত কন্ঠে জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। দর্শনা সাহিত্য পরিষদের সভাপতি শাহ্ জামালের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ও দেশবরেণ্য কবি নজমুল হেলাল। প্রধান আলোচক হিসেবে সাহিত্যের বহু বিষয় নিয়ে আলোচনা করেন কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট আবু আফজাল সালেহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাট্যকার নজির আহমেদ,দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এস এম ওসমান, হাজী মো: খালেকুজ্জামান, কবি আবু সুফিয়ান, কবি আকলিমা খাতুন,নাট্যকার মোহাম্মদ আলাউদ্দিন, কাজল মাহমুদ,হাবিবি জহির রায়হান, লেখক সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দর্শনা সাহিত্য পরিষদের সহ সভাপতি সফিকুল ইসলাম, মো: নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ সভাপতি গোলাম কবির মুকুল।
পড়ন্ত বিকালে দর্শনা প্রেসক্লাব মুখরিত একঝাঁক তরুণ- যুবক ও প্রবীণ কবিবৃন্দের আগমনে। চিরায়ত সাহিত্য পাঠের মাধ্যমে স্বরচিত সাহিত্য পাঠের আসর শুরু হয়, চিরায়ত সাহিত্য পাঠে করেন আফসানা কনা, কবি ও গল্পকারদের স্বরচিত কবিতা- ছোটগল্প পাঠে আনন্দে উল্লাসিত গোধূলি বলেয়া সাহিত্য পাঠের আসর মুখরিত হয় ওঠে ।
চুয়াডাঙ্গা জেলার ৬৫ জন কবি স্বরচিত লেখা পাঠ করেন; অশোক দত্ত, কবি গোলাম রহমান, মো: আমিনুল ইসলাম, মেহেদী হাসান নাহিদ, বোরহান উদ্দিন টিটু, সুমন ইকবাল, শওকত আলী, এম এ হামিদ,সুমন মালিক, ইদ্রিস মণ্ডল, ডা: খালেদা খানম, জাকিয়া সুলতানা ঝমুর, তৌহিদ আকবর অন্তু, নাঈমুর রহমান,মেহেজাবিন শাপলা, হেলাল হোসেন জোয়ার্দার, কবির আল চপল,হুমায়ুন কবীর,আফসানা কণা,গোলাম রহমান, মো: নজরুল ইসলাম,ইমান আলী,আজিজুল হক,আব্দুল খালেক,শাজাহান আলী,হাফিজুল ইসলাম,সজিব মিলন,আবুল কাশেম,জামাত আলী,নুরুজ্জামান,ডা: তোফাজ্জল,মুরশীদ,হারুন অর রশিদ, কামাল হোসেন, আব্দুর রশিদ, তাসলিম উদ্দীন প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন "সাহিত্যিকদের দু'টো ধারা আছে একটা নাস্তিক আরেকটা আস্তিক। সাহিত্য ধার্মিক ও অধার্মিক, নাস্তিক ও আস্তিক নিয়ে সাহিত্য চর্চা হয়। সাহিত্য ও সংস্কৃতি চর্চা যাঁরা করেন তাঁদের মধ্যে হীনমন্যতা থাকা সমীচীন নয়। কবিবৃন্দের চিন্তা-চেতনা কালের উর্ধে "। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ফয়সাল আহমেদ।