সোমবার, ২৯ আগস্ট, ২০২২

দর্শনা সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন - শাহ্জামাল সভাপতি ও কবি ফয়সাল আহমেদ সম্পাদক নির্বাচিত

দর্শনা সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার জানুয়ারি ১৪, ২০২২ তারিখ  বিকেলে দর্শনা সাহিত্য পরিষদের আয়োজনে দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগার কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাটির সভাপতিত্ব করেন কবি মুরশীদ। দ্রোহের কবি আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় কমিটি গঠনের বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করা হয়। 

কমিটি গঠনের পর সবাই

সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে কবি শাহ্জামালকে সভাপতি ও কবি ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। কমিটিতে শফিকুল ইসলামকে সিনিয়র সহসভাপতি, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আফসানা মেহজাবিন শাপলা, অর্থ সম্পাদক বুরহান উদ্দিন টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজিবুল ইসলাম মিলন, লোকসাহিত্য সম্পাদক আজিজুল হক, গ্রন্থাগার সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক শ্রী অশোক কুমার দত্ত, শিশু-কিশোর সম্পাদক খালেদা খানম। এছাড়াও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম ও এরেং মন্ডল। কমিটির উপদেষ্টা সদস্য হয়েছেন- মিজানুর রহমান মণ্ডল, আবু আফজাল সালেহ, মাওলানা শফি উদ্দিন, আবু সুফিয়ান, মুরশীদ, গিয়াস উদ্দিন পিনা, নজরুল ইসলাম, সাংবাদিক হানিফ মণ্ডল।

 ছবির বাথেকে কবি ফয়সাল আহমেদ সম্পাদক , 
সাংগঠনিক সম্পাদক মেহজাবিন শাপলা , শাহ্জামাল সভাপতি


Share: