সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮

★নিজস্ব প্রতিবেদক :তারেক হাসান, জন্ম ১৯৮৪ খ্রিস্টাব্দ, শেরপুর জেলার নন্দীর বাজার গ্রামে জন্মগ্রহন করেন,নিজ পিত্রালয় একই জেলার চাঁন্দের নগর নয়াপাড়া। বাবা বীর মুক্তিযোদ্ধা  মরহুম ছায়েদুল ইসলাম মাতা সুলতানা রাজিয়া। অমর একুশে বইমেলা-২০১৮ তে ৩টি একক কাব্যগ্রন্থ ও ১টি গল্পগ্রন্থ শব্দমালা প্রকাশন প্রকাশিত হবে।একুশে বইমেলায় শব্দমালা প্রকাশন এ লিটলম্যাগ স্টলে পাওয়া যাবে।

গ্রন্থগুলো হলো, (১)আমি বিদ্রোহী বলছি -কাব্যগ্রন্থ(২)ভাষণের নাম স্বাধীনতা -কাব্যগ্রন্থ(৩)রক্তাক্ত সিঁড়ি-কাব্যগ্রন্থ (৪)চলন্ত ট্রেনে ঝুলন্ত প্রেম-গল্পগ্রন্থ।
Share: