ফিরে এসো
-এ বিশ্বাস দেলোয়ার
আমার খেয়ালে,আমার যতনে
বসতি ছিলো হৃদমাঝারে,
খুব কাছের,চিরোচেনা মুখ
ভুলে থাকতে সবকিছু।
আত্মা থেকে আত্মার সঞ্চার পথ
খুব সহজেই বোধগম্য,
অবাধ আসা যাওয়া ছিলো
ইচ্ছের অনুকুলে।
কোন অভিমানে চলে গেলে
দুরে-বহুদূরে
হৃদয়ের পথ ধরে
আরো দূরে।
এখনোও
ফিরে দেখি অশুণ্য স্মৃতিচারনে
চেয়ে থাকি পথপানে
ফিরে এসো সেই পথ ধরে।