মো:আকবর হোসাইন,টঙ্গী প্রতিনিধি:
এনন টেক্স গ্রুপের আয়োজনে মহান স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১০ ওভারের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । খেলায় স্পিনিং প্রোডাকশন ক্রিকেট দলের ৭১ রানের জবাবে ০৭ ওভার ২ বল খেলেই স্পিনিং মেইন্টেন্যান্স ক্রিকেট দল বিজয়ী হয়।ম্যান অফ দ্য ম্যাচ হয় মেইন্টেন্যান্স দলের মোঃ ইমরান ও সিরিজের পুরস্কার পান প্রোডাকশন ক্রিকেট দলের মোঃ মিলন।
এর আগে সোমবার সকালে প্রত্যাশা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন জনাব নাজিম উদ্দিন (চিফ একাউন্টিং এনোন টেক্স)।বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ লতফর রহমান,মেইন্টেন্যান্স দলের টিম চেয়ারম্যান পরেশ সেন,টিম ম্যাননেজার মো:জিসানসহ গ্রুপের সকল কর্মকর্ত্তাও কর্মচারীবৃন্দ ।
এনন টেক্স গ্রুপের আয়োজনে মহান স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১০ ওভারের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । খেলায় স্পিনিং প্রোডাকশন ক্রিকেট দলের ৭১ রানের জবাবে ০৭ ওভার ২ বল খেলেই স্পিনিং মেইন্টেন্যান্স ক্রিকেট দল বিজয়ী হয়।ম্যান অফ দ্য ম্যাচ হয় মেইন্টেন্যান্স দলের মোঃ ইমরান ও সিরিজের পুরস্কার পান প্রোডাকশন ক্রিকেট দলের মোঃ মিলন।
এর আগে সোমবার সকালে প্রত্যাশা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন জনাব নাজিম উদ্দিন (চিফ একাউন্টিং এনোন টেক্স)।বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ লতফর রহমান,মেইন্টেন্যান্স দলের টিম চেয়ারম্যান পরেশ সেন,টিম ম্যাননেজার মো:জিসানসহ গ্রুপের সকল কর্মকর্ত্তাও কর্মচারীবৃন্দ ।