মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

কবি জাহাঙ্গীর এ. মল্লিক’র কবিতা ‘ঘুম-প্রেম’


ঘুম-প্রেম 
                                জাহাঙ্গীর এ. মল্লিক

মোহনীয় আর মায়াময় ঘুম-নেপথ্য ;
সাধারন বিবরন-বর্জিত সুখাচ্ছন্নতায় ললিত
   মিলিত মানব-মানবী বলিত.........
ধীরে শুয়ে থাকিবার আহ্বল্লাদীয় ঘুম । 
ভাল বাসি আমি ; আমার.....
শিঁকড়-বৃত্তের দহরম-মহরম
হারানোর আগে খোঁজা শব্দম
উল্টো রথের পীঠে সব হাজারময়ম
                       ....শান্তি আশ্রম ,
পূর্বতম বংশ-গোষ্ঠী অহর্নিশ সরগরম
                     ঘুম-ঘুম সহ্যম ....।
মোহ আর মায়াময় প্রেম-নেপথ্য ;
অসাধারন বিবর্তন-অর্জিত অবধারিত...
‘অলিত-গলিত’..পালিত........
বধিরে ঘুম-চুম বাসিবার প্রত্যায়িত,
ভালবাসি অঅমি ; আমার......
সৌধিও বৃত্তের পরম-মরম,
পাওয়া না পাওয়ার মর্মে শরম ,
সোজা-পথে ঘোরা ঘুম-প্রেম মম
    প্রেম সাহসিক  ....শান্তি আশ্রম ।
পরতম অমরত্বময় সমাধী সম
সাধু-প্রেম বোধক ।

Share: