সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

বিধাতার অভিপ্রায়

 
বিধাতার অভিপ্রায়

          -নজরুল ইসলাম

পাত্রী পক্ষে পাত্রীর বাবা,কাকা,মামা,নানা পাত্রের বাড়ি উপস্থিত।পাত্রের বাড়ি ঘর,অ্যাপায়ন ব্যাবস্থা সহ পাত্র কে দেখা পর্ব শেষ করে,বিয়ের তারিখ ও অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা হলো।আজ একুশ তারিখ আগামী আঠাশ তারিখ বুধবার শুভ বিবাহের দিন ধার্য্য।পাত্র পক্ষ যথারীতি গহনা,বাজার কেনাকাটাতে ব্যাস্ত।


পাত্রের মহা আপত্তি আটাশ তারিখ ছুটির দিন নয়। তার নিকট বন্ধু বান্ধব আসতে পারবে না। তাই তারিখ পরিবর্তন করতে হবে। আটাশ নয় তিরিশ তারিখ শুক্রবার হতে হবে। পাত্রী পক্ষ কে অবহিত করা হলো।

তারা বিষয় টি সব শুনলো এবং সশরীরে  পাত্র পক্ষের সাথে আলোচনায় এলো।আলোচনা হলো, যেহেতু পাত্র পাত্রী কেউ কাউকে এখনও দেখে নাই,আলাপ করে নাই ,তাই তাদের মধ্যে দেখা ও জানার জন্য আলাপ হওয়া জরুরী।আটাশ তারিখ পাত্র পাত্রী দেখার দিন ধার্য হলো।


আঠাশ তারিখ যথারীতি পাত্র পক্ষ পাত্রীর বাড়িতে উপস্থিত।পাত্র পাত্রী কে এবং পাত্রী পাত্র কে দেখা ও আলাপ পরিচয় পর্ব শেষ।উভয় সন্তুষ্ট ও সম্মত।

পাত্র পক্ষ ও পাত্রীর পক্ষ আলাপ আলোচনার এক পর্যায়ে আজই শুভ কাজ সম্পন্ন করার মনস্থির করে নিয়ে ,বিবাহ কাজ শেষ করে নিল।

বিধাতা আটাশ তারিখ কবুল করে নিয়ে ছিলেন,তাই চেষ্টা করেও তা পিছানো গেলো না। বিধাতার ইচ্ছায় আটাশ তারিখ শুভ হিসাবে চিহ্নিত ছিল।

এটাই হলো বিধাতার অভিপ্রায়,যা মানতেই হয়।

Share: