বাংলাদেশেও দুর্নীতি দমন কমিশন রয়েছে।এছাড়া বিভিন্ন সময় দুর্নীতি দমনের জন্য নানা তদন্ত কমিটিও গঠন করা হয়ে থাকে।কিন্তু দুঃখের বিষয় হলো-
সে দুর্নীতি দমন কমিশন ও তদন্ত কমিটির মধ্যেই দুর্নীতিঅনুপ্রবেশ করে।ফলে পুনরায় দুর্নীতি শুরু হয়ে যায়।সেটা দমন করার জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়,দেখা যায় তার ভিতরেও আবার দুর্নীতি প্রবেশককরে।এভাবে অপ্রতিরোধ্য গতিতে দুর্নীতির পরিধি ক্রমেই বিস্তীর্ণ হতে থাকে।এতে সমস্যা আরও জটিল হতে থাকে,প্রয়োজনীয় সমাধানের কিছুই হয় না।হবেই বা কিভাবে?আসল সমাধানের আশ্রয় না নিয়ে অন্য দিকে ছুটাছুটি করা হচ্ছে।
অথচ এ সমস্যার প্রকৃত ও আসল সমাধান হচ্ছে আল্লাহভীতি ও তাকওয়া।যা একজন মানুষকে খাঁটি, সত্যনিষ্ঠ বানাতে সক্ষম।তাকওয়া ও আল্লাহভীতির মত মহৎ গুণ মানুষের মধ্যে কিভাবে তৈরী হবে?
সুপ্রিয় পাঠক!
এপ্রসঙ্গে আপনাদের সম্মুখে একটি ঘটনা পেশ করছি।
একদা হযরত ওমর রাঃ সফরে বের হলেন।পথ চলতে চলতে এক জায়গায় গিয়ে দেখতে পেলেন,জনৈক রাখাল বকরী চড়াচ্ছেন।রাখালকে সম্বোধন করে তিনি বললেন,আমাকে এক পেয়ালা দুধ পান করাবে?
রাখাল বলল, আপনাকে দুধ পান করাতে পারা আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার ছিল।কিন্তু দুঃখজনক হল-এসব বকরীর মালিক আমি নই এবং কাউকে দুধপান করানোর জন্য মালিক আমাকে অনুমতি দেয়নি।
হযরত ওমর রাঃ এর অব্যাস ছিল তিনি ঘুরে ঘুরে প্রজাসাধারণেরর অামানতদারী ও ঈমান আমলের বাস্তব অবস্থা সরেজমিনে পরীক্ষা করতেন।সেমতে তিনি রাখালের অামানতদারী পরীক্ষা করার জন্য বললেন,আচ্ছা আমি তোমাকে কিছু টাকা পয়সা দেই,বিনিময়ে তুমি আমাকে এই দুধল বকরীটি প্রদান করবে।এতে দুটি সুবিধা-এক,আমি দুধ পান করে ক্ষুদা নিবারণ ও এর দুধ খেতে পারবো।দুই, তুমি কিছু টাকা কড়িরও মালিক হলে।বকরীটির ব্যাপারে মালিক তোমাকে জিজ্ঞেস করলে বলবে,একটি হিংস্র প্রাণী তাকে খেয়ে পেলেছে।হযরত ওমর রাঃ এর কথা শুনে রাখাল বলল ياهذا فاين الله ؟
হে আল্লাহর বান্দা!তাহলে আল্লাহ কোথায়?
তিনি তো সবকিছুই দেখছেন।একজন সাধারণ রাখালের এরূপ মনোভাব ও আর্লাহভীতি দেখে
হযরত ওমর রাঃ বললেন,তোমার মত মানুষ যতদিন পৃথিবীর বুকে থাকবে, ততদিন এর কোনো অকল্যান হবে না।
মহান আল্লাহ আমার সকল গতিবিধি পর্যবেক্ষণ করছেন,আমার সবকিছুই দেখছেন,সবসময় এরূপ চিন্তা অন্তরে জাগরুক রাখাই আল্লাহভীতি ও তাকওয়ার মূল কথা।তাইতো মহান আল্লাহ তা'য়ালা পবিত্র কুরআনে তাকওয়ার নির্দেশ দেয়ার সাথে সাথে বলে দিয়েছেন,জেনে রাখ তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে মহান আল্লাহ সম্যক অবগত আছেন-
আল্লাহ তা'য়ালা বলেন-
واتق الله ان الله خبير بما تعملون.
আল্লাহকে ভয় কর,অনন্তর মহান আল্লাহ তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে খবর রাখেন।সূরা হাশর-১৮
আল্লাহ তা'য়ালা সবকিছু দেখেন এবং সব বিষয়ে আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে।
এ চিন্তা মানুষের মধ্যে তাকওয়া ও অাল্লাহভীতি সৃষ্টি করে আর সে আল্লাহভীতিই মানিষকে যাবতীয় পাপাচার থেকে মুক্ত রাখে।
তাকওয়া অর্জনের আরেকটি পন্থা,,
আগামী পর্বে ১৯-০১-২০১৮
ধারাবাহিক চলবে-ইনশা আল্লাহ্