আঁশটে গন্ধ -মনি রায় ঘোষ
চারদিকে ইলিশ প্রেমীর অভাব নেই।বাঙালি মানেই ইলিশ ভক্ত তাতে যতই কাটা থাকুক না কেন।যতই আকাশ ছোঁয়া দাম হোক না কেন।
একটা একটা করে কাটা বেছে বেশ রসিয়ে কষিয়ে খেতে হয় তবেই না ইলিশের আসল স্বাদ পাওয়া যায়।কিন্তু এই ইলিশ যদি খুব সস্তা হত যদি অন্য মাছের মত চাইলেই কেনা যেত তবে কি একইরকম সম্মান পেত এই মাছের রানী?যদি রোজ দুবেলা ভাতের পাতে দেখা যেত চিরকাঙ্খিত এই লোভনীয় মাছ তবে কি স্বাদে গন্ধে একইরকম মন জয় করতে পারত?ঘরময় আঁশটে গন্ধ ছড়াতো।একটু একটু করে ইলিশপ্রেমীরা ইলিশ থেকে দুরে সরে যেত।বাজারে গিয়ে ইলিশের দিকে কেউ ফিরেও তাকাত না।মাছের রানী বলে কেউ পূজোও করত না আর।
ভালবাসা ও ঠিক তেমন।না চাইতেই পেয়ে গেলে এই বহুমূল্য শব্দ টাও মূল্য হারায়।কেউ যদি বারবার ভালোবাসি বলে কিংবা কেউ যদি বুঝতে পারে যে তাকে কেউ প্রয়োজনের তুলনায় বেশি ভালবাসে। তবে ইলিশের মতোই আঁশটে গন্ধ ছড়ায় সেই ভালোবাসা থেকে। বারবার না বলে যদি অনুভবে বুঝে নেয়া যায় তবেই ইলিশের মত রসিয়ে কষিয়ে উপভোগ করা যায়।আর আঁশটে গন্ধ ও সম্পর্ক টাকে নষ্ট করেনা।