আক্তারুজ্জামান, নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাজিরকান্দি গ্রামে বুধবার(৪/৪)বিকালে ইভটিজিং এর ঘটনায় আঃমান্নান নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।সে একই গ্রামের মৃত মদন মিয়ার ছেলে।
এলাকা সূত্রে জানা গেছে,ওই গ্রামের এক মহিলা কে ইভটিজিং করার কারনে মাসূক চেয়ারম্যান(সাবেক) গ্রুপ ও কাজল মিয়ার গ্রুপের মধ্যে বুধবার বিকালে দাওয়া পাল্টা দাওয়া ও ইটের ছোড়াঁছুড়ি হয়।এতে আঃমান্নান(৪৫) নিহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।তবে পুলিশ জানায় লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তদন্ত রিপোর্টে বুঝা যাবে।