কবিতার ছোঁয়া
জাহাঙ্গীর এ. মল্লিক
সব শব্দ গুলো নির্বাক আজ
মৃদুল বাতাসও অবাক !
নিস্তরঙ্গ মৃদু কল্পিত শিহরনকে জাগাতে ।
কি উড়ন্তময় বাসন্তিকে দেখছি আমি
মুঠোকন্ঠের শব্দে যেখানে
কবিতার শব্দগুলো বিভোর হতো ;
সেখানে আজ স্বয়ং কবিতারই কল্পমূর্তি !
আমি কি আত্মা ভরে দেখবো ?
নাকি কবিতার গভীরে স্পর্শ নেব ?
নিরাভরন শব্দগুলো নির্বাক,
তাই বাতাসও অবাক ।
শুধু আত্মা কথা বলে যায়; পরমাত্মার সাথে
উদ্বেলিত আমি ; উচ্ছসিত হাসির কলরোলে-
যেন শতাব্দির পর শতাব্দি-
অন্তর-দোঁলানো হাসির প্রতিধ্বনি বাঁজে,
সারা প্রকৃতি জুড়ে ।
তোমার গভীর দৃষ্টিতে দৃষ্টি সমর্পন করি
জলছবি ছুঁয়ে,
আর উড়ে চলি, ছবির দেশে - কবিতার দেশে,
নির্মলীন স্পর্শের আবেশ বুকে নিয়ে …..।