বিদ্রোহী কবি কাজী নজরুল
-বিপ্লব হোসেন মোল্লা
একটি গল্প বৃহৎ অল্প
১৩০৬ বাংলা,আঠারোশ নিরানব্বই
আসিয়া ছিলো পৃথিবীতে
১১ই জ্যৈষ্ঠ,২৪শে মে
সে মোর কবি কাজী নজরুল।
কর্মক্ষেত্রে মুয়াজ্জিন লেটোগানের দলে
রুটির দোকানে কাজ করেছে অন্ন পাবে বলে।
অন্যায় অবিচার রুখতে
দিয়েছে প্রেমময় গানের সুর
সে মোর কবি কাজী নজরুল।
সব্যসাচী, কমল কাটা, সাম্যবাদী
অগ্নিবীণা, বিষের বাঁশি, বিদ্রোহী
সন্ধা, সন্ধাতারা, ফাল্গুনী
ধুমকেতু, ঈশ্বর, প্রভাতী, নারী।
মৃত্যুক্ষুধা, বনগীত, কুলি-মজুর
সে মোর,সত্য কবি কাজী নজরুল।
তুমি বিদ্রোহী আমি অবাধ্য
আমি বুঝিনা কোথায় সুখের সমুদ্র
বুঝিনা কোনটা সত্য-মিথ্যা
বুঝিনা কোনটা বেদ-গীতা।
বুঝিনা কে ঘাতক কে বিচারক
বুঝিনা কে সুজন্মা কে জারজ
বুঝিনা কে রক্ষক কে ভক্ষক
বুঝিনা কেমনে জীবন স্বার্থক।
বুঝিনা কোনটা আলো আধার
বুঝিনা কোনটা মানবাধিকার
বুঝিনা কোনটা দায়িত্ব কর্তব্য
বুঝিনা কেমন মনুষ্যত্ব।
আমি বুঝি তুমি ফুল বকুল
তুমি মোর কবি কাজী নজরুল ।
আমি বুঝিনা কোনটা ঠিক-বেঠিক
বুঝিনা কে ধর্মিক কে অধার্মিক ।
বুঝিনা কে হিন্দু কে বৌদ্ধ
বুঝিনা কে মুসলিম কে খ্রিষ্ট
বুঝিনা কোন বিধাতা শ্রেষ্ট !
তুমি সমগ্র জনতার কুল
তুমি জাতীয় কবি কাজী নজরুল।
২৯শে আগস্ট গিয়াছো চলি
মোদের পর করি
জ্বালা শুধু জ্বালা নয়, নিদারুণ
তুমি মোর বিদ্রোহী কবি কাজী নজরুল।
(২৯ শে আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকি উপলক্ষে-
"কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ" ও আমার শকাহত শ্রদ্ধাঞ্জলী প্রদান করা কবিতা,)
(কোন জাতি বা ধর্মকে আঘাত করা বা কোনন মানুষকে আঘাত করা এই কবিতা বা কবির উদ্দেশ্য নই)