বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮

নরসিংদীতে বাসের ভেতর নারীর শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগে চালক আটক

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে বাসের ভেতর এক নারীর শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ
উঠেছে চালক ও কন্টাকটরের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে শিবপুর থানায় এ ঘটনায় বাস চালক, কন্টাকটর ও অজ্ঞাত আরো ২জনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই নারী।এর আগে সোমবার রাত ১১টার দিকে নরসিংদীর শিবপুর পুরানদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বাসসহ চালককে আটক করেছে পুলিশ।আটক ইসমাইল হোসেন (৩৫) শিবপুর বাড়ৈআলগী এলাকার রূপচান মিয়া ছেলে।পুলিশ ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, ওই নারী গোপালগঞ্জ থেকে মৌলভীবাজারে তার খালাতো বোনের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। তিনি সোমবার ঢাকা সায়দাবাদ থেকে বিকেল ৪টায় মায়ের দোয়া মেঘালয় পরিবহনে (ঢাকা মেট্রো ব-১৪-৫৩৩০) কন্টাকটরের সঙ্গে ভাড়া ৩০০ টাকা চুক্তি করে গাড়িতে উঠেন।বাসটি নরসিংদী ভেলানগর বাসস্ট্যান্ড আসলে গাড়িতে থাকা সকল যাত্রীকে নামিয়ে দেয়। এরপর রাত সোয়া ৮টায় আধুরী গার্মেন্টস্ এর সামনে থেকে শ্রমিক নিয়ে ৯টার দিকে শিবপুর বাসস্ট্যান্ডে আসলে সকল যাত্রী নেমে যায়। সেসময় ভুক্তভোগী ড্রাইভার ও হেলপারের কাছে জানতে চাইলে কোথায় আসছে তখন তারা বলেন গাড়ী মৌলভীবাজার যাবে না। তখন শিবপুর বাসস্ট্যান্ড এর বাস মালিক তার কথা শুনে ড্রাইভার ও হেলপারকে ইটাখোলা নিয়ে তাকে মৌলভী বাজারের গাড়ীতে তুলে দেওয়ার জন্য বলেন এবং তারা তাকে নিয়ে ইটাখোলা উদ্দেশ্যে যাওয়ার সময় পুরানদিয়া বাসস্ট্যান্ড আসলে গাড়ি থামিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে পরনের জামাকাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করে এবং শরীরে বিভিন্ন স্থানে জখম করে।এসময় তার ব্যাগ থেকে নগদ ৫০ হাজার টাকা, ওয়ালটন স্মার্টফোন, স্বর্ণের চেইন ও আন্টি ছিনিয়ে নেন।পরে ভোর ৫টায় নরসিংদী ভেলানগর বাসস্ট্যান্ডে কাউন্টারে গিয়ে মৌলভীবাজার যাওয়ার কথা বলে ভাড়ার টাকা নেই বলে তাদেরকে জানান ওই নারী।তখন কাউন্টারের লোকজন ভাড়া না থাকার কারণ জানতে চাইলে ভুক্তভোগী সব কথা খুলে বলেন এবং বাসের নাম্বার দেন। পরে সকালে কাউন্টারের লোকজন বাস নাম্বার সনাক্ত করে বাসসহ ড্রাইভার ইসমাইল হোসেনকে আটক করে নরসিংদীর সদর মডেল থানার পুলিশের কাছে হস্তাতর করে।সদর থানা পুলিশ ঘটনা শুনে পরে শিবপুর থানা পুলিশকে খবর দিয়ে তাদের কাছে সোপর্দ করেন।
ওই নারী বলেন, সোমবার সকালে আমার নিজ বাড়ি থেকে আমার খালাতো বোন আখির শ্বশুরবাড়ি মৌলভীবাজার যাওয়ার জন্য রওনা হই। ঢাকায় বিকেলে দিকে এসে পৌঁছায়। এরই মধ্যে মায়ের দোয়া পরিবহনের কন্টাকটর সিলেট-ভৈরব ডাকাডাকি করে। মৌলভীবাজার যাব বলে জানালে তিনি বাসে তুলেন।এএসপি শিবপুর সার্কেল রেজওয়ান বলেন, ভুক্তভোগী নারীকে বাস ড্রাইভার ও কন্টাকটার এভাবে শ্লীলতাহানি করে সড়ক পরিবহনের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে। তাই আমি মনে করি বাস মালিকদের একটু সচেতন হবার দরকার। তাদের বাস ড্রাইভার ও কন্টাকটাররা যেন যাত্রীদের হয়রানি বা শ্লীলতাহানির কোন সাহস না পায়।তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আসামিদের উপযুক্ত বিচার যেন হয়। এই বিচার দেখে আর কোনো পরিবহনে এমন কাজ না হয়। বাকি আসামিদেরকে গ্রেফতারে অভিযান চালানো হবে।
Share: