বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮

নরসিংদীতে সন্ত্রাসী ঢোল বাবু কে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীতে সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী সাইফুল ইসলাম ওরফে ঢোল বাবু (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শহরের পশ্চিম দত্তপাড়া (ভূঁইয়া পাড়া) তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন। কুখ্যাত সন্ত্রাসী ঢোল বাবু গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্তির আভাস বইছে। এছাড়া এলাকাবাসী জানায় তার বাহিনী নিয়ে প্রায়ই সময় তাকে অস্ত্রসহ মহড়া দিতে দেখা যায় বলে জানা গেছে। নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাক সরকার তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নরসিংদী মডেল থানায় সাইফুল ইসলাম ওরফে ঢোল বাবুর বিরুদ্ধে বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান উপ-পরিদর্শক মোস্তফা সরকার। বুধবার সকালে থানা পুলিশ সন্ত্রাসী ঢোল বাবুর ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে ও আদালত তাকে রিমান্ড না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
Share: