জহিরুল ইসলাম, নরসিংদী:
নরসিংদী সরকারি কলেজে বইমেলা না হবার প্রতিবাদে প্রতীকী বইমেলা আয়োজন করেছে। বুধবার সকালে নরসিংদী সরকারি কলেজের তমাল তলায় কলেজের সাধারণ শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীরা এ প্রতীকী বইমেলা আয়োজন করেন।
নরসিংদী সরকারি কলেজে বইমেলা না হবার প্রতিবাদে প্রতীকী বইমেলা আয়োজন করেছে। বুধবার সকালে নরসিংদী সরকারি কলেজের তমাল তলায় কলেজের সাধারণ শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীরা এ প্রতীকী বইমেলা আয়োজন করেন।
এ সময় প্রতীকী বইমেলায় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সংস্কৃতি কর্মীদের পদচারণে মুখরিত হয় মেলা। এই প্রতীকী বইমেলায় ৬টি স্টল অংশ গ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন- নরসিংদী মডেল কলেজের প্রভাষক নাজমুল আলম সোহাগ, নরসিংদী সরকারি কলেজের প্রভাষক নাদিরা ইয়াসমীন, মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট, কবি সুমন ইউসুফ, কবি রবিউল আলম নবী, কবি আক্তারুজ্জামান, কবি সুমন আফ্রাদ, কবি অনির্বান মাহবুব, কবি এমরানুর রেজা, বন্ধুসভার খান মোহাম্মদ মৃদুল ও হিমু পরিবহন এর সদস্যসহ বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, ২০১৬ সালে নরসিংদী সরকারি কলেজ মাঠে বইমেলা অনুষ্ঠিত হওয়ার পর জেলা প্রশাসনের সাথে কলেজ কর্তৃপক্ষের সাথে একটি ভুল বুঝাবুঝির কারণে দূরত্বের সৃষ্টি হয়। সেই থেকে গত বছর এই কলেজ প্রাঙ্গণে প্রাণের বই মেলা অনুষ্ঠিত হয়নি।