সিঙ্গাপুরে ‘অভিবাসী কবিতা প্রতিযোগিতা’য় দু'জন বাঙালি কবি পুরস্কৃত হয়েছেন।
স্থানীয় সময় রোববার বিকালে সিঙ্গাপুরের ন্যাশনাল গ্যালারিতে বিভিন্ন দেশের প্রবাসী শ্রমজীবীদের নিয়ে তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রথম স্থান অধিকার করেন বাঙালি কবি বিকাশ নাথ, দ্বিতীয় হন ভারতীয় কবি পালানিভ্যালু, যৌথভাবে তৃতীয় হয়েছেন ফিলিপিনের রোলিন্দা এস্পানোলা ও বাঙালি কবি মুকুল হোসেন।
‘কেন প্রবাসী?’ শিরোনামের কবিতার জন্য বিকাশ নাথ ও ‘নিঃসঙ্গতা’ কবিতার জন্য মুকুল হোসেন এই পুরস্কার পান।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছিল যথাক্রমে পাঁচশ’ সিঙ্গাপুর ডলার, তিনশ’ সিঙ্গাপুর ডলার ও দুইশ’ সিঙ্গাপুর ডলার। এর সঙ্গে ছিল ট্রফি ও সনদপত্র।
সাত ভাষার মোট সত্তরজন কবির একটি করে কবিতা নিয়ে এই প্রতিযোগিতা হয়। উৎসবে বরাবরের মতো অভিবাসী বাঙালি ও ভারতীয় কবিদের সঙ্গে যুক্ত হন ফিলিপিনো, ইন্দোনেশিয়ান ও চিনের কবিরা।
২০১৪ ও ২০১৫ এর বিজয়ী বাঙালি কবি জাকির হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির শিবাজি দাশ।
বিশেষ বক্তব্য দেন সিঙ্গাপুর আমেরিকান হাই কমিশনের প্রতিনিধি কেমিলে ডওছেন।
এরপর সত্তরজন কবি থেকে চূড়ান্ত পর্বে নির্বাচিত ষোলজন প্রতিযোগী তাদের নিজ ভাষায় কবিতা আবৃত্তি করেন। প্রজেক্টরে কবিতাগুলোর ইংরেজি অনুবাদ দেখানো হয়।
চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন এলভিন প্যাং, হ্যারিস শর্মা ও ইউ ইয়ান চেন। বিচারকরা সিঙ্গাপুর প্রবাসী বাঙালি কবিদের বাংলা ও ইংরেজি কবিতা সংকলন ‘পরবাসীকথা’ (মাইগ্রান্ট টেইলস) এর মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বাংলা গান গেয়ে শোনান সিঙ্গাপুরের ‘মাইগ্রেন ব্যান্ড’। এছাড়া খাউর নাগপাল ও ভিশাল ডারায়ানোমের তৈরি অভিবাসী কবিদের নিয়ে দুটি তথ্যচিত্র দেখানো হয়।
এতে প্রথম স্থান অধিকার করেন বাঙালি কবি বিকাশ নাথ, দ্বিতীয় হন ভারতীয় কবি পালানিভ্যালু, যৌথভাবে তৃতীয় হয়েছেন ফিলিপিনের রোলিন্দা এস্পানোলা ও বাঙালি কবি মুকুল হোসেন।
এবারের বিজয়ী কবি বিকাশ নাথ তার কবিতা পড়ছেন 'কেন প্রবাসী? '
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছিল যথাক্রমে পাঁচশ’ সিঙ্গাপুর ডলার, তিনশ’ সিঙ্গাপুর ডলার ও দুইশ’ সিঙ্গাপুর ডলার। এর সঙ্গে ছিল ট্রফি ও সনদপত্র।
সাত ভাষার মোট সত্তরজন কবির একটি করে কবিতা নিয়ে এই প্রতিযোগিতা হয়। উৎসবে বরাবরের মতো অভিবাসী বাঙালি ও ভারতীয় কবিদের সঙ্গে যুক্ত হন ফিলিপিনো, ইন্দোনেশিয়ান ও চিনের কবিরা।
২০১৪ ও ২০১৫ এর বিজয়ী বাঙালি কবি জাকির হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির শিবাজি দাশ।
এরপর সত্তরজন কবি থেকে চূড়ান্ত পর্বে নির্বাচিত ষোলজন প্রতিযোগী তাদের নিজ ভাষায় কবিতা আবৃত্তি করেন। প্রজেক্টরে কবিতাগুলোর ইংরেজি অনুবাদ দেখানো হয়।
চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন এলভিন প্যাং, হ্যারিস শর্মা ও ইউ ইয়ান চেন। বিচারকরা সিঙ্গাপুর প্রবাসী বাঙালি কবিদের বাংলা ও ইংরেজি কবিতা সংকলন ‘পরবাসীকথা’ (মাইগ্রান্ট টেইলস) এর মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বাংলা গান গেয়ে শোনান সিঙ্গাপুরের ‘মাইগ্রেন ব্যান্ড’। এছাড়া খাউর নাগপাল ও ভিশাল ডারায়ানোমের তৈরি অভিবাসী কবিদের নিয়ে দুটি তথ্যচিত্র দেখানো হয়।