-বিপ্লব হোসেন মোল্লা
বিনম্র শ্রদ্ধা হে আমার নেতা
শুধু শতবর্ষে নয়,অনন্তকালেও তুমি
লাল সবুজ পতাকা।
তুুমি প্রদীপের উজ্জল আলো
তুমি সমুদ্র স্রতের স্পষ্ট হুংকার
বাংলা আমার।
লাল সবুজ পতাকা।
তুুমি প্রদীপের উজ্জল আলো
তুমি সমুদ্র স্রতের স্পষ্ট হুংকার
বাংলা আমার।
১৯৫২ এর ভাষার দাবিতে তুমি সেই হরতাল,
এনেছো ছিনিয়ে,দিয়েছো গাইতে
অ আ ক খ বর্ণমালার গান।
এনেছো ছিনিয়ে,দিয়েছো গাইতে
অ আ ক খ বর্ণমালার গান।
তুমি বলেছিলে বাঙ্গালীর মুক্তির কথা
তুমি সেই ছয়-দফা।
তুমি গনউভ্যুথানের অন্ন খোঁজা দূত
তুমি শতকষ্টে পাওয়া একমুঠো সুখ।
তুমি সেই ২৫শে মার্চের বিপ্লবী সূচনা
দিয়েছো তুমি স্বাধীনতার ঘোষনা।
তুমি কোটি কোটি জনতার প্রাণ,
হাজারো পাখির কিচিমিচির গান
জয় বাংলা, জয় বাংলা'র স্লোগান।
দিয়েছো তুমি স্বাধীনতার ঘোষনা।
তুমি কোটি কোটি জনতার প্রাণ,
হাজারো পাখির কিচিমিচির গান
জয় বাংলা, জয় বাংলা'র স্লোগান।
তুমি বাংলা'য় প্রথম বক্তা জাতিসংঘের
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সমগ্র বিশ্বের।
রচনাকাল:০১/০১/২০২০