ভালোবাসা নিখোঁজ
মো.ইউনুছ আলী
ভালোবাসা কই আছে, তা
কোথায় গেলে মিলে?
হিংসা নামক দৈত্য বুঝি
সব খেয়েছে গিলে!
সভ্যতার এই স্বর্ণযুগে
'ভালোবাসা' নিখোঁজ!
শান্তিপ্রিয় মানুষগুলা
করছে ওটার কি খোঁজ!!
খোঁজলে শুধু মিলবে না তা
স্বার্থ ছেড়ে আগান,
সবার ভেতর তৈরী করুন
ভালোবাসার বাগান।★