ব্রজকিশোর রজক
মৃত্যুর পরে দেখেছি ছায়াটি তার
বেআব্রু চিতে ঘরে এসে বাঁধে প্রিয়ে।
সহস্র রিপু বেঁধে রেখে আছে মন
ছিল সব তবু, গেছে বোধহয় নিয়ে।
দেখেছি মৃত্যু কত অসহায় প্রানে
প্রেমভরে ডাকে পীড়িত-কান্না দেহে,
বঞ্চিত তবু রয়ে যায় কৃপা চেয়ে
ডোবে না মৃত্যু অশ্রুকনার মোহে।
চারিদিকে ওই আলোর ভেতরে এসে
মৃত্যুছায়ারা ঘুরে ফেরে নাচে হাসে,
চন্ডাল মাতা স্তন্যমাতনে মেতে
শিশুদের রাখে বুভুক্ষু করে পাশে।
রাত্রির কোলে আলো ও আঁধার নাচে
চাঁদের সঙ্গে লুকোচুরি খেলা খেলে,
বালির ভেতরে ডুবে যায় নদী এসে
ওই তো পৃথিবী ক্রমশ পিছিয়ে চলে।
কার দেশে কে দ্বেষ নিয়ে বেঁচে থাকে
কার কুলুপে কাজল পেড়েছে দুখে
কার চোখে কে এঁকে দেয় কালো রাত
মৃত্যুছায়ারা বাসা বাঁধে কার সুখে।।
টাঙ্গিনোয়াদা, হুড়া, পুরুলিয়া
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ