বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

কবি শরীফ সাথীর একগুচ্ছ কবিতা


মুজিব নামের ফুল


-শরীফ সাথী

গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায়
যেথায় যেতে মনকে তাড়ায় ৷
মুজিব নামের ফুল ফুটেছে
খোকা খুকির দল ছুটেছে
দু'চোখ ভরে দেখতে তাঁকে
বাবা মায়ের সঙ্গে,
বিশ্ব সেরা সুবাস মাখা
লাল সবুজের চিত্র আঁকা
নতুন স্বপ্নের দিগন্ত চাষ
এমন মধুর ফুলের আবাস
মমতারি অন্তরঙ্গে
আমার সোনার বঙ্গে ৷৷


বিশ্বকবি
-শরীফ সাথী

দু ঠোঁট ভরে মিষ্টি হেসে
পুষ্পে সুবাস মেখে কলি,
এই বাঙালির ভালোবেসে
উঠল ফুটে গীতাঞ্জলি।
বাস্তবতার জ্ঞান আলোকে
লিখে হলেন বিশ্বকবি,
জোড়া সাঁকোর ঠাকুর বাড়ি
আলো হয়ে এসে রবি।
বঙ্গবাসীর ঐতিহ্য রূপ
লেখা সত্তায় বিকাশ ঘটায়,
জগত চেনে বাংলা ভাষা
বিশ্বকবির আলোকছটায়।
গান কবিতা গল্প নাটক
কালজয়ী সব সৃষ্টি তার,
নোবেল পাওয়া অমর সাধক
মায়া ভরা দৃষ্টি তার।

-শরীফ সাথী

একাত্তরের ছাব্বিশে মার্চ,
চতুর্দিকে স্বাধীন সুবাস।
মিষ্টি মায়া পরিবেশে,
স্বাধীন সোনার বাংলাদেশে।
উৎফুল্লতায় সব জনতার
এই বাঙালির প্রতি ঘরে,
ঊর্ধ্বমূখী সবার হাতে
লাল সবুজের নিশান ওড়ে।
Share: