শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭

হিটলারের ‘মাই ক্যাম্প’-এর বিক্রি বেড়েছে জার্মানিতে

বিশ্বযুদ্ধের কুখ্যাত নায়ক জার্মানির অ্যাডল্ফ হিটলারের লেখা বই ‘মাইন ক্যাম্ফ’-এর একটি বিশেষ সংস্করণ  উল্লেখযোগ্য হারে বিক্রি হচ্ছে দেশটিতে। দেশটির গণমাধ্যমগুলো বলছে, এই বিক্রির পরিমাণ নিয়ে প্রকাশক ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
যদিও নাৎসি আমলে প্রকাশিত বইটির প্রচ্ছদের সঙ্গে বর্তমান বইটির মিল কমই। বইটির প্রচ্ছদও একমদম সাদামাটা। সাদা রঙের মলাটে বাঁধাই বইটিতে হিটলারের কোনো ছবি পর্যন্ত নেই।
সংস্করণটির প্রকাশক আন্দ্রেয়াস ভিরশিং জানিয়েছেন, জার্মান ভাষায় লেখা ইহুদি বিদ্বেষী এই নাৎসি মেনিফেস্টোটির অন্তত ৮৫ হাজার কপি বিক্রি হয়ে গেছে। আন্দ্রেয়াস ভিরশিং মিউনিখে অবস্থিত সাম্প্রতিক ইতিহাস সংক্রান্ত প্রতিষ্ঠান আইএফজেডের পরিচালক।
গত বছর প্রকাশিত বইটিতে মূল লেখার সঙ্গে সঙ্গে নানা সমালোচনামূলক টীকাও যুক্ত করা হয়। যার উদ্দেশ্য হলো, হিটলার কেমন বাজেভাবে বইটি লিখেছেন এবং তার বক্তব্য যে অসংলগ্ন তা পাঠকের কাছে তুলে ধরা। বইটিতে বিশেষজ্ঞদের সমালোচনামূলক নানা মন্তব্যও স্থান পেয়েছে।
 
মাইন কাম্ফ-এর বাংলা অর্থ ‘আমার সংগ্রাম’। হিটলারের লেখা তার আত্মজীবনীটি ১৯২৫ সালে জার্মানিতে প্রথম প্রকাশ পায়। পরে ১৯৩৩ সালে এটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পরাজয়ের পরও বিশ্বের বিভিন্ন দেশে নানা ভাষায় এটি প্রকাশ পায়। যদিও জার্মানিতে দীর্ঘদিন এই বই প্রকাশ ও বিক্রি নিষিদ্ধ ছিল।
সংবাদমাধ্যমকে ভিরশিং জানিয়েছেন, বইটিকে এখন ফরাসি ভাষাতেও প্রকাশের কথা ভাবা হচ্ছে। হিটলার বিদ্বেষপূর্ণ এই বইটির প্রথম সংস্করণ ২০১৬ সালে জার্মানিতে প্রথম প্রকাশিত হয়। সেবার ৪ হাজার কপি ছাপা হলেও একে একে নিঃশেষ হয়ে যায় ৫ম সংস্করণও। বিক্রির বহর দেখে প্রকাশক বলছেন, এ মাসের শেষ দিকে তারা বইটির ৬ষ্ঠ সংস্করণও প্রকাশ করবেন।
অবশ্য বিভিন্ন ইহুদি সংগঠন এমন উত্তেজনাকর বই প্রকাশের সমালোচনা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে ১৯৪৫ সালে নাৎসি জার্মানির পতন ঘটে। ইতিহাস বলে, পরাজয় নিশ্চিত জেনে হিটলার তার গোপন বাংকারে আত্মহত্যা করেন। সুত্র : বিবিসি।
Share: