বুধবার, ২৫ জুলাই, ২০১৮

নরসিংদীর শিবপুরে বিনা মূল্যে রক্ত পরীক্ষা করছে সামাজিক সংগঠন প্রয়াস

জহিরুল ইসলাম :
গত শনিবার সকালে বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন প্রয়াস এর পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন মৃধা চেয়ারম্যান বাঘাব ইউ. পি।  আরো  উপস্থিত ছিলেন   উক্ত স্কুলের  প্রধান শিক্ষক জাকির হোসেন। অনুষ্ঠানের আর্থিক সহযোগিতায় ছিলেন মাও: আ: খালেক কাজী, সিনিয়ার শিক্ষক খৈনকুট উচ্চ বিদ্যালয়।
 অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রয়াসের সভাপতি জায়েদ আল ফুয়াদ, প্রয়াসের সাধারন সম্পাদক মাইনুল  ইসলাম সজীব, মারজানুল হক , কাজী সাইফুল ইসলাম, মেহেদী হাসান।  আরো ছিলেন ডা.লুৎফা হক লাভলী। নিলাভ চক্রবর্তীসহ আরো অন্যান্য সদস্যবৃন্দ ছিলেন।
উল্লেখ্য যে, সামাজিক সংগঠন প্রয়াস নরসিংদী জেলার বিভিন্ন সেবা কাজে অংশগ্রহন করে থাকে। তার মধ্যে অন্যতম হলো বর্ন্যাতদের সহযোগিতা করা, শীতার্থদের মধ্যে শাত বস্ত্র বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান সহ অনেক সেবামূলক কাজ করে থাকে। প্রয়াসের মাইনুল বলেন প্রয়াসের সাথে থেকে প্রয়াসের কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা চান। 
Share: