সোমবার, ৩০ জুলাই, ২০১৮

মাহী নূর মাহির কবিতা যানজট



যানজট
মাহী নূর মাহী

বাসে উঠলেই লোকাল সার্ভিস-
ট্রেনে যেতে হয় ঝুলে!
কখনো কখনো মানুষ ভাবতে-
নিজেকেই যাই ভুলে!

স্কুটার টার্মীনালে  লাগে ভয়!
রাখতে পারিনা আস্থা,
দুজনের সিটে চারজন বসাবে-
যেনো লবণের বস্তা!

সঠিক সময় পৌঁছাতে হবেই-
স্ব স্ব কর্মস্থলে,
একটু দেরী হলে, বসেরা সব-
তেলে বেগুনে জ্বলে!

যানজট আর ধাক্কা-ধাক্কী-
যায়না কপাল গুনে,
জনতার এই আহাজারী বলো
এমন কেউ আছে শুনে?

শনিবার, ২৮ জুলাই, ২০১৮

নরসিংদীতে নিউজ টোয়েন্টিফোরের ৩য় বর্ষে পদার্পণ উদযাপন

সুজন বর্মণ দ্বীপ:
নরসিংদীতে নিউজ টোয়েন্টিফোরের ৩য় বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষ্যে নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজে আলোচনা সভা ও কেক কাঁটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অনুষ্ঠানে নিউজ টোয়েন্টিফোরের ৩য় বর্ষে পদাপর্ণে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা মিয়া, নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক কালাম মাহমুদ, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ সাহা, সাধারণ সম্পাদক বদরুল আমিন চৌধুরী, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোরশেদ শাহারিয়ার, রোটারী ক্লাব অব নরসিংদী মিডটাউনের সাবেক প্রেসিডেন্ট মাহবুবুর রহমান মনির,  ,চ্যানেল একাওরের নরসিংদী প্রতিনিধি মোবারক হোসেন,চ্যানেল টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের স্টার্ফ রিপোর্টার সন্জিত সাহা, নিউজ টোয়েন্টিফোরের নরসিংদী স্টার্ফ রিপোর্টার সুমন বর্মণ, চ্যানেল নাইন ও মানবকণ্ঠের নরসিংদী প্রতিনিধি আইয়ুব খাঁন সরকার বাংলাদেশ টেলিভিশন ও আমাদের সময়ের নরসিংদী প্রতিনিধি শাহীন মিয়া, ডিবিসি চ্যানেলের নরসিংদী প্রতিনিধি তোফায়েল আহম্মেদ স্বপন, প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ, খোলা কাগজের নরসিংদী প্রতিনিধি মিল্টন দাস,পরিবর্তন ডট কমের নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মন,আনন্দ টিভির নরসিংদী প্রতিনিধি হৃদয় খাঁন, আমাদের সময়ের মনোহরদী প্রতিনিধি হারুনুর রশীদ  প্রমুখ।
বক্তারা বলেন, সত্য প্রকাশে, জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিউজ টোয়েন্টিফোর মুক্তিযোদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে চলছে। নরসিংদীর সমস্যা, বহুমুখি অর্জন ও সম্ভাবনাকে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে নিউজ টোয়েন্টিফোর। আগামী দিনেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
পরে অতিথিরা কেক কেঁটে নিউজ টোয়েন্টিফোরের ৩য় বর্ষ পদার্পণ উদযাপন করেন।


শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

আজ সারাদেশে শতাব্দীর দীর্ঘতম পূর্ণ চন্দ্র গ্রহণ দেখা যাবে



নিজস্ব প্রতিবেদক : শতাব্দীর দীর্ঘতম পূর্ণ চন্দ্র গ্রহণ শুরু হবে আজ শুক্রবার। এটি এ বছরের দ্বিতীয় পূর্ণ চন্দ্র গ্রহণ। এবারের চন্দ্র গ্রহণটি হচ্ছে একুশ শতকের (২০০১-২১০০) সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণ চন্দ্র গ্রহণ। যার স্থায়িত্ব হবে সর্বমোট ১ ঘণ্টা ৪৩ মিনিট। চলতি বছরের ৩১ জানুয়ারি যে পূর্ণ চন্দ্র গ্রহণ সংঘটিত হয়েছিল এর স্থায়িত্বকাল ছিল ১ ঘণ্টা ১৬ মিনিট।

ঢাকার একটি বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের সময় অনুযায়ী শুক্রবার রাতে দেশের আকাশ থেকে চন্দ্র গ্রহণটি দেখা যাবে। ঢাকার স্থানীয় সময় অনুযায়ী এই চন্দ্র গ্রহণের উপছায়া পর্যায় শুরু রাত ১১টা ১৪ মিনিটে, আংশিক চন্দ্র গ্রহণ শুরু রাত ১২টা ২৪ মিনিটে, পূর্ণ চন্দ্র গ্রহণ শুরু রাত ১টা ৩০ মিনিটে। পূর্ণ চন্দ্র গ্রহণ সমাপ্ত হবে রাত ৩টা ১৩ মিনিটে এবং আংশিক চন্দ্র গ্রহণ সমাপ্ত হবে রাত ৪টা ১৯ মিনিটে। বাংলাদেশের পাশাপাশি এই চন্দ্র গ্রহণ এশিয়ার অন্যান্য দেশ, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকেও দৃশ্যমান হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চন্দ্র গ্রহণের সময় যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী একই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। ফলে পৃথিবী থেকে মনে হয় চাঁদ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। এবারের চন্দ্র গ্রহণের সময় কক্ষপথে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সব থেকে বেশি হবে (অপসূর অবস্থান)। ফলে পৃথিবীর ছায়াটিও দীর্ঘপথজুড়ে থাকবে। সেই দীর্ঘতম ছায়াপথটিকে অতিক্রম করতে চাঁদের বেশি সময় লাগবে। তাই আজকের (শুক্রবার) চন্দ্র গ্রহণ বেশ সময় ধরে চলবে। গ্রহণ চলাকালীন চাঁদকে অনেকটা তামাটে বা লালচে চাকতির মতো মনে হবে। এর কারণ হলো সূর্যের কিছু আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বিচ্ছুরিত হয়ে চাঁদের ওপর পড়ে। লাল রঙ তুলনামূলকভাবে কম বিচ্ছুরিত হয় বলে সেটা চাঁদের ওপর পড়ে, এই কারণে গ্রহণের চাঁদকে লাল দেখায়।

অনুসন্ধিৎসু চক্রের সভাপতি মো. শাহজাহান মৃধা বলেন, সূর্য গ্রহণ খালি চোখে দেখা অত্যন্ত ক্ষতিকর হলেও চন্দ্র গ্রহণ খালি চোখে দেখা ক্ষতিকর নয়। চন্দ্র গ্রহণ দেখতে বাইনোকুলার বা টেলিস্কোপ আবশ্যক নয়। তবে পরিষ্কার তথা ভালোভাবে দেখতে সেগুলোর ব্যবহার করা যেতে পারে। ছবি তোলার জন্য যে কোনো জুমলেন্সসহ ক্যামেরাই যথেষ্ট। অনুসন্ধিৎসু চক্র আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে টেলিস্কোপে পূর্ণ চন্দ্র গ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে। তথ্য পেতে হলে যোগাযোগ করা যাবে: অনুসন্ধিৎসু চক্রের কেন্দ্রীয় দফতর-৪৮/১, দক্ষিণ মুগদাপাড়া, ঢাকা- ১২১৪।

বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

কবি মাহী নূর মাহির কবিতা বন্ধু আমার


বন্ধু আমার
-কবি মাহী নূর মাহির

তোমায়    নিয়ে    শত    ভাবনা
কবিতা আর গান,
তোমার  স্পর্শে    সতেজ   হলো
নিবেদিত এই প্রাণ।

তুমি   আমার   কবিতার   খাতা
পড়ন্ত বিকেলের সুর,
তোমার   চোখেই    সাগর  দেখি
নীলাকাশ লাগে সুমধুর।

তুমি   আমার  কলমের  টান  বন্ধু
ভূলে যেওনা আমাকে,
হাজার ফুলের মালা দিবো তোমায়
জীবনের বাঁকে বাকে।

বুধবার, ২৫ জুলাই, ২০১৮

নরসিংদীর শিবপুরে বিনা মূল্যে রক্ত পরীক্ষা করছে সামাজিক সংগঠন প্রয়াস

জহিরুল ইসলাম :
গত শনিবার সকালে বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন প্রয়াস এর পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন মৃধা চেয়ারম্যান বাঘাব ইউ. পি।  আরো  উপস্থিত ছিলেন   উক্ত স্কুলের  প্রধান শিক্ষক জাকির হোসেন। অনুষ্ঠানের আর্থিক সহযোগিতায় ছিলেন মাও: আ: খালেক কাজী, সিনিয়ার শিক্ষক খৈনকুট উচ্চ বিদ্যালয়।
 অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রয়াসের সভাপতি জায়েদ আল ফুয়াদ, প্রয়াসের সাধারন সম্পাদক মাইনুল  ইসলাম সজীব, মারজানুল হক , কাজী সাইফুল ইসলাম, মেহেদী হাসান।  আরো ছিলেন ডা.লুৎফা হক লাভলী। নিলাভ চক্রবর্তীসহ আরো অন্যান্য সদস্যবৃন্দ ছিলেন।
উল্লেখ্য যে, সামাজিক সংগঠন প্রয়াস নরসিংদী জেলার বিভিন্ন সেবা কাজে অংশগ্রহন করে থাকে। তার মধ্যে অন্যতম হলো বর্ন্যাতদের সহযোগিতা করা, শীতার্থদের মধ্যে শাত বস্ত্র বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান সহ অনেক সেবামূলক কাজ করে থাকে। প্রয়াসের মাইনুল বলেন প্রয়াসের সাথে থেকে প্রয়াসের কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা চান। 

শনিবার, ২১ জুলাই, ২০১৮

নরসিংদীর শিবপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

আসলাম ভুইয়া, শিবপুর প্রতিনিধি: 
নরসিংদীর শিবপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গত রাত ৯টার দিকে উপজেলার কোন্দারপাড়া বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান এ খবর নিশ্চিত করেন। 
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী শরিফা বেগম (৪৫) ও মেয়ে জান্নাত (১৮)। বাকি তিন জনের নাম জানা যায়নি। আহত ১০ জনের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে রায়পুরা উপজেলার রামনগর এলাকার প্রায় ৭০-৮০ জন নারী-পুরুষের একটি দল পাঁচটি লেগুনায় ‘ড্রীম হলিডে পার্কে’ ঘুরতে যায়। রাতে ফেরার পথে শিবপুরের কোন্দারপাড়া বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি লেগুনার সঙ্গে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুই জনকে নরসিংদী জেলা হাসপাতালে আনার পথে তারা মারা যান।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসি। দুর্ঘটনায় মোট পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১০ জন। আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এমএন মিজানুর রহমান বলেন, ‘হাসপাতালে মোট ১২ জনকে আনা হয়েছে। এর মধ্যে ৩ জন মৃত। অবস্থা গুরুতর হওয়ায় ছয় জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর নরসিংদী সদর হাসপাতালে এক শিশু ও একজন নারীর লাশ রয়েছে। সবমিলিয়ে মোট পাঁচ জন নিহত হয়েছেন।’
অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান বলেন, ‘নিহতদের মধ্যে তাৎণিকভাবে দু’জনের নাম পাওয়া গেছে। বাকিদের নাম পাওয়া যায়নি। তবে সবাই রামনগর এলাকার বাসিন্দা, সেটা নিশ্চিত হওয়া গেছে।’

শুক্রবার, ২০ জুলাই, ২০১৮

এবারও সেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ

জহিরুল ইসলাম: 
নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ এবারও ধারাবাহিকভাবে সাফল্য ধরে রেখেছে। বৃহস্পতিবার প্রকাশিত ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৮০৪ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭১ জন শিক্ষার্থী।
কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ২০১২ সাল থেকে টানা তিন বছর ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করে। গত ২০১৫ সাল থেকে সেরাদের তালিকা না হলেও নিজেদের ধারাবাহিকতায় অক্ষুন্ন রেখেছে। বৃহস্পতিবার দুপুর একটায় ফলাফলের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজ প্রাঙ্গনে ছুটে আসে। শিক্ষক-শিক্ষার্থীরা নেচে-গেয়ে, হেসে-কেঁদে আনন্দ উল্লাসে সাফল্য উদযাপন করে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলেজটি থেকে মোট ৮০৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করে শতভাগ পাশসহ ২৭১ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪৩২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯১ জন, ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৯৪ জন অংশ নিয়ে ৪২ জন ও মানবিক শাখা থেকে ১৭৮ জন অংশ নিয়ে ৩৮ জন জিপিএ-৫ পেয়েছে। 
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পাওয়া আরিফা রহমান বলেন, ‘শিক্ষকদের সঠিক দিক-নির্দেশনা, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটেরিয়াল ও মাসিক পরীক্ষা কারণেই এই ভাল ফলাফল হয়েছে।
কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা বলেন, ‘এ বছর মাধ্যমিক বোর্ড যে ধরনের প্রশ্ন কাঠামোতে পরিক্ষা নিয়েছে তাতে বলা যায় একজন শিক্ষার্থীর মেধা যাচাই হয়েছে। আর আমাদের কলেজের এ সাফল্য শিক্ষকদের মেধা ও শিক্ষার্থীদের মেধার সেতু বন্ধনের ফসল। এই কলেজের এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষক সকাল থেকে শুরু করে মধ্য রাত অবধি তাঁদের নিরন্তর চেষ্টায়ই ধারাবাহিক এই সাফল্য।  

বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

নরসিংদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার  :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকারসহ সারাদেশে গ্রেফতারকৃত ছাত্রদল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা ছাত্রদল। আজ বুধবার সকালে নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও নরসিংদী সরকারী কলেজের সাবেক এজিএস সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে শহরের সাটিরপাড়া পেট্রোলপাম্প থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুরাতন বাসষ্ট্যান্ড পায়রা চত্তর ঘুরে কাউরিয়া পাড়া পৌর ঈদগাহ মাঠে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে পৌর ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও নরসিংদী সরকারী কলেজের সাবেক এজিএস সিদ্দিকুর রহমান নাহিদ।
এসময় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১১ জুলাই, ২০১৮

নরসিংদীর মাধবদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিশাল জনসভা অনুষ্ঠিত

খন্দকার শাহিন,নরসিংদী :
সন্ত্রাস দূর্নীতি ও কায়েমী স্বার্থবাদ মুক্ত সমাজ প্রতিষ্ঠা, নির্দলীয় নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে নরসিংদীর মাধবদীতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ জুলাই) বিকালে ঐতিহাসিক এস.পি স্কুল মাঠে মাধবদী থানা ও পৌরসভা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। মাধবদী থানা শাখার আহবায়ক মুফতি কাওছার আহমেদ কাসেমীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর সাহেব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ।এ জনসভায় বক্তারা বলেছেন,‘সাম্প্রতিক নির্বাচন গুলোতে আওয়ামীলীগ সরকার পন্থীরা ব্যাটল চুরি করে জয়যুক্ত হয়েছে।’

শনিবার, ৭ জুলাই, ২০১৮

যাত্রাপুর পূর্ব পাড়া লম্বা দিঘীর পারে ট্রাক উল্টে পুকুরে পাড়ে নিহত ১ আহত ২

মোমেন খাঁন,মুরাদনগরঃ
আজ সকাল ১০ টার দিকে যাত্রাপুর থেকে রঘুরামপুর যাওয়ার পথে লম্বা দীঘির পারে ভাঙ্গা রাস্তা পার হবার সময় ট্রাক উল্টে পুকুরে পরে যায়,এতে ঘটনাস্থলে ১ জন নিহত,২ জন আহত।আহত দুজন কে কুমিল্লাহ মেডিকেলে নেয়া হয়েছে,এদের মধ্যে একজনের অবস্থা আসঙ্কা জনক।
নিহত একজন রঘুরামপুরের হাবিবুর রহমানের ছেলে ইমন।আহত দুজন  ট্রাক চালক মো: আক্তার,পিতা কাসেম মিয়া অপর জন তারই চাচাতো ভাই ট্রাক হেলপার।
জানা যায় ব্রিকফিল্ট থেকে রঘুমারপুরের হাবিব মিয়ার ইট সরবারাহের জন্য চুক্তি কারা হয় সুহেল ভুইয়ার ট্রাক সার্ভিস কে।সুহেল ভুইয়ার ট্রাক পরিচালনা করেন ড্রাইবার আক্তার,ও হেলপার তারই ছোট ভাই।যাত্রাপুর থেকে ইট সরবারহের জন্য রঘুরামপুর যাওয়ার সময় ইটের গাড়ির উপরে বসা ছিলো হাবিব মিয়ার ছেলে,টাক ড্রাইবিং করতেছিলো আক্তার,এবং সাথে তার ছোট ভাই।লম্বা দীঘী পার গেসে যাবার সময় ভাঙ্গা রাস্তা পার হবার সময় ট্রাকটি উল্টে দীঘীর ভিতরে পরে যায়।
এ দুর্ঘটনার জন্য ভাঙ্গা রাস্তা আর চালকের অনভিজ্ঞতা দায়ী করতেছে সবায়।মূলত যাত্রাপুর থেকে রঘুরামপুর যাবার রাস্তাটায় কোন ট্রাক চলাচলের যোগ্য না বর্তমানে,তা ছারা সুহেল ভুইয়ার সব ট্রাক পরিচলনা যারা করে সবাই অনঅভিজ্ঞ এবং নেই কোন ড্রাইবিং লাইসেন্স।যারা তার ট্রাক চালায় বেশিরভাগই আগে রিক্সা বা বেন চালাইতো,দেখে দেখে ড্রাইবিং শিখা কে পুজি করে ট্রাক পরিচালনা করছে ওরা।

বুধবার, ৪ জুলাই, ২০১৮

সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে গিয়াসউদ্দিন সেলিম এর স্বপ্নজাল

মনির আহমদ, সিঙ্গাপুর প্রতিনিধি:
দেশে দারুণ প্রশংসিত হয়েছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবিটি। দেশের বাইরে প্রবাসীদের কাছে আলাদা করে গ্রহণযোগ্যতা পেয়েছে এটি। অনেক দেশেই চেষ্টা চলছে ‘স্বপ্নজাল’ মুক্তি দেয়ার।

জানা গেল, আগামী ৭ জুলাই শনিবার রাত ৮টায় সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে ‘স্বপ্নজাল’। ১০০ বিচ রোড শ টাওয়ারের কার্নিভাল সিনেমায় ছবিটির ৩টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ছবিটি সিঙ্গাপুরে প্রদর্শন করবে রাদুগা প্রডাকশন।

সিঙ্গাপুর থেকে আমাদের বাংলাদেশ.নেটের প্রতিনিধি মনির আহমদ আয়োজক সূত্রের বরাতে নিশ্চিত করেন, সিনেমাটির দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী হবে ৮ জুলাই রবিবার সন্ধ্যা ৬ টায় ও ১৫ জুলাই রবিবার সন্ধ্যা ৬ টায়।

বিখ্যাত সিনেমা মনপুরার পরে গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র স্বপ্নজাল। চলতি বছরের ৬ এপ্রিল বাংলাদেশে এটি মুক্তি পায়। ছবিটিতে জুটি হয়ে অভিনয় করেছেন পরীমনি ও নবাগত ইয়াশ রোহান। অন্যান্য ভূমিকায় দেখা গেছে ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, মিশা সওদাগর, ইরেশ যাকের, শিল্পী সরকার অপু প্রমুখ। অলটাইম নিবেদিত এই ছবির প্রযোজনায় রয়েছে বেঙ্গল ক্রিয়েশনস।

মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

বিশ্বকাপের ইতিহাসে এখন সবচেয়ে বেশি গোল ব্রাজিলের দখলে

খেলার খবরঃ
বিশ্বকাপের ইতিহাসে এখন সবচেয়ে বেশি গোল ব্রাজিলের দখলে। বিশ্বকাপের ইতিহাসে এখন ব্রাজিলের গোলসংখ্যা ২২৮টি। ২২৬টি নিয়ে ২য় স্থানে রয়েছে জার্মানি। তবে ব্রাজিল আর জার্মানির চেয়ে ঢের পিছিয়ে বাকি দলগুলো। ৩য় স্থানে থাকা ইতালির মোট গোলসংখ্যা মাত্র ১২৮টি। ৪র্থ স্থানে থাকা আর্জেন্টিনার গোলসংখ্যা ১৩৭টি। পঞ্চম স্থানে ফ্রান্স। তাদের গোলসংখ্যা মাত্র ১১৩টি।
বিশ্বকাপের সবগুলো আসরে খেলা ব্রাজিল রাশিয়া বিশ্বকাপে অংশ নেয় ২২১টি গোল নিয়ে। ১০৮ ম্যাচ খেলে তাদের জয় ছিল সর্বোচ্চ ৭০টিতে। এবার রাশিয়া বিশ্বকাপে গিয়ে এখনও পর্যন্ত ব্রাজিল জিতেছে ৩টি ম্যাচ। একটি ড্র করেছে। জয়ের পরিমাণ যেমন বেড়েছে, তেমনি গোল স্কোরিংয়ের দিক থেকেও নতুন রেকর্ড গড়েছে তারা।
রাশিয়া বিশ্বকাপে এখনও পর্যন্ত ৭ গোল করেছে ব্রাজিল। এর মধ্যে গ্রুপ পর্বে ৫ গোল। ওই ৫ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোরে ২২৬টি নিয়ে জার্মানির সমান ছিল সেলেসাওরা। সোমবার মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ৫১তম মিনিটে নেইমারের গোলেই জার্মানিকে পেছনে ফেলে সর্বাধিক গোলের নতুন রেকর্ড গড়ে ব্রাজিল। এরপর ফিরমিনোর গোলে সেটা আরও এগিয়ে যায়।
তবে ২০১৪ বিশ্বকাপে এসে এই রেকর্ডটা নিজেদের করে নিয়েছিল জার্মানি। রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২৪ গোল নিয়ে খেলতে এসেছিল জার্মানি। জার্মানি ১০৬ ম্যাচ খেলে এই গোলগুলো করেছিল মোট ১৮টি বিশ্বকাপে। রাশিয়া বিশ্বকাপ শূন্য হাতে ফিরিয়েছে জার্মানদের। গ্রুপ পর্বের মাত্র তিনটি ম্যাচ খেলতে পেরেছে তারা। এর মধ্যে জয় একটিতে, পরাজয় দুটিতে। গ্রুপ পর্ব থেকেই বিদায়। গোল করতে পেরেছে মাত্র ২টি। সব মিলিয়ে জার্মানদের গোল সংখ্যা দাঁড়ায় ২২৬টিতে। ম্যাচ সংখ্যা ১০৯।

সোমবার, ২ জুলাই, ২০১৮

নরসিংদীতে খোলা কাগজের গোল টেবিল বৈঠক

খন্দকার শাহিন:
ভিন্ন মাত্রার দৈনিক খোলা কাগজ পত্রিকার আয়োজনে নরসিংদীতে “সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ২ জুলাই সোমবার সকাল ১১টায় নরসিংদী সার্কিট হাউজ সংলগ্ন ডিসি রোডে একটি চাইনিজ রেস্টুরেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে মাধবদী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও খোলা কাগজ প্রতিনিধি খন্দকার শাহিন এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) নরসিংদী, গোলাম মাওলা তালুকদার। তিনি বলেন, সাংবাদিকরা ব্যতিক্রম সংবাদ পরিবেশন করলে অল্প সময়ে তার পত্রিকার অনেক জনপ্রিয়তা বেড়ে যায়। বৈঠকের আয়োজক খোলা কাগজ ভিন্ন মাত্রায় সংবাদ পরিবেশন করে ও জনসচেতনতা মূলক কাজেও ভূমিকা রেখে চলছে। সেই সাথে সব সাংবাদিকদের জনসচেতনতা মূলক কাজে এগিয়ে আসতে হবে বলে তিনি আহ্বায়ন জানান। তিনি আরো বলেন সড়কে নিরাপত্তার জন্য দরকার সু শিক্ষিত অবিজ্ঞ চালক, যারা মৃত্যুকে ভয় করবে কোন ঝুঁকিপূর্ণ ওভারটেক করবে না। তা হলেই জনসাধারণ সড়কে নিরাপদ চলাচল করতে পারবে ও সড়কে দুর্ঘটনা কমে যাবে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী জেলা শাখার এ বৈঠকের সভাপতিত্ব করেন, নিসচা নরসিংদী জেলা শাখার সভাপতি সোহরাব হোসেন ভূইয়া সোহাগ। সড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, নিসচা নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল সরকার, ইনডিপেনডেন্ট টেলিভিশন, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের নরসিংদী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, দৈনিক কালের কণ্ঠের নরসিংদী জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, দৈনিক প্রথম আলোর নরসিংদী জেলা প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ, ডিবিসি নিউজ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি তোফায়েল আহম্মেদ স্বপন। টেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) নরসিংদী(২) মুনিরুজ্জামান খাঁন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল এর নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান মানিক, দৈনিক খোলা কাগজের নরসিংদী প্রতিনিধি মিল্টন দাস, পরিবর্তন ডটকম এর জেলা প্রতিনিধি লক্ষন বর্মন, নরসিংদী সারাদিনের স্টাফ রিপোর্টার ইমন ছিদ্দিকি, নিসচা নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বায়েজিদ মিয়াসহ বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ।