বুধবার, ২২ আগস্ট, ২০১৮

সনেট কবিতা কোরবানি কবি মোঃ আঃ কুদদূস




দিকে দিকে আজ শুনি, আহা কী আনন্দ!
পশুরা জবেহ হতে তৈরি প্রভূ রাহে
আমরাও প্রস্তুত আজ নানান উৎসাহে
প্রাণে প্রাণে বহে কত সুখ-সুর-ছন্দ!
নিঃস্বরাও তো ভরপূর আনন্দ-উল্লাসে
বহু দিন পরে আজ মাংস-রুটি খাবে
ধনীরা সবে খুশি মনে গোশত বিলাবে
কোলাকুলিতে ব্যস্ত হবে নামাজ শেষে।

মহানন্দে একাকার, সব মুসলমান
সুখ-দুঃখ ভাগ করে ভুলিয়া বিবাদ
ভাই ভাই তারা আজ নেই বিসম্বাদ
ভোগে নয় ত্যাগে সুখ- তাদের ঈমান।
সকল দ্বারে পৌঁছুক-ত্যাগের সংবাদ
পশু নয় পশুত্বকে- করো কোরবান।


Share: