মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

নরসিংদীর জামিয়া কাসিমিয়া মাদ্রাসার ছাত্র আঃমতিন যেভাবে ফিফার এন্টি ডোপিং বিভাগে

জহিরুল ইসলামঃ
ফুটবল ভালোবাসেন। ফুটবলারই হতে চেয়েছিলেন। কিন্তু বাবা-মায়ের চোখ রাঙানিতে বেশিদূর এগুতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামের মো. আবদুল মতিন। ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ না হলেও ৩২ বছরের যুবক এখন ফুটবলেরই সর্বোচ্চ সংস্থা ফিফায় কাজ করছেন।রাশিয়ায় চলমান বিশ্বকাপে ফিফার গুরুত্বপূর্ণ বিভাগ এন্টি ডোপিং দলের সদস্য ডাক্তার মতিন। কাজ করছেন দেশটির দ্বিতীয় বৃহত্তর শহর সেন্ট পিটার্সবার্গ ভেন্যুতে। একমাত্র বাংলাদেশি হিসেবে ফিফার এন্টি ডোপিং বিভাগে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন মতিন। ফিফায় কাজ করে দেশের সম্মান বাড়ানোই তার একমাত্র লক্ষ্য।


যোগ্যতা প্রমাণ করেই গুরুত্বপূর্ণ দায়িত্বে ডা. আবদুল মতিন। নরসিংদীর জামিয়া কাসিমিয়া মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করে রাশিয়া সরকারের বৃত্তি নিয়ে ২০০৫ সালে দেশটির রোস্তভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন। এক বছর রাশিয়ান ভাষা শিক্ষা কোর্স সম্পন্নের পর শুরু করেন ৬ বছরের মেডিকেল কোর্স। ২০১২ সালে এই কোর্স শেষ করে সেন্ট পিটার্সবার্গ নর্থ ওয়েস্টার্ন স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখানেই হৃদরোগ বিভাগে পিএইচডি করছেন আবদুল মতিন।ফিফার এন্টি ডোপিং বিভাগে কাজ করতে রাশিয়া থেকেই পরীক্ষা দিয়েছিলেন মতিন। তার মতো আরো অনেক রাশিয়ানও পরীক্ষা দিয়েছিলেন বিশ্বকাপে ফিফার এন্টি ডোপিং বিভাগে কাজ করতে। 
গোটা বিশ্ব থেকে প্রায় সাড়ে ৭ হাজার আবেদনকারীর মধ্যে থেকে ১১ বার সাক্ষাৎকার নিয়ে ফিফা বেছে নিয়েছে ৪৪ জনকে। তার মধ্যে আছেন বাংলাদেশের ডা. আবদুল মতিন। অনেক রাশিয়ান আবেদন করলেও কারোরই ভাগ্যে জোটেনি ফিফার গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করার সুযোগ।বাছাই করা ৪৪ জনকে বিশ্বকাপের ১১ শহরে দায়িত্ব দিয়েছে ফিফা। সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে কাজ করছেন মতিনসহ ৪ জন। তাদের প্রধান হিসেবে আছেন প্রফেসর ক্লিন ফিল্ড জেমস নামের এক জার্মান। যার পদবী ডিসিও (ডোপিং কন্ট্রোল অফিসার)। তার অধীনে যে চারজন কাজ করছেন তাদের মধ্যে ডিসিসি (ডোপিং কন্ট্রোল চ্যাপেরন) হিসেবে এক নম্বরে আছেন বাংলাদেশের মতিন। বাকি তিনজন ইতালি, তিউনিসিয়া ও নাইজেরিয়ার।

ডোপিং পরীক্ষা দিতে হয় বড় বড় সুপার স্টারদেরও। প্রতি ম্যাচে দুই দলের ২ জন করে খেলোয়াড় নির্বাচন করা হয় নমুনা পরীক্ষার জন্য। তবে সেটা অবশ্যই সন্দেহের ভিত্তিতে নয়, লটারির মাধ্যমে। ম্যাচের বিরতিতে দুই দলের ম্যানেজারের উপস্থিতিতে লটারির মাধ্যমে ৪ জন নির্বাচন করা হয়।
ম্যাচের পর ড্রেসিং রুমে প্রবেশের আগেই নির্বাচিত ৪ খেলোয়াড়কে ডোপিং কন্ট্রোল নিয়ে নমুনা সংগ্রহ করা হয়। রক্ত ও মূত্র সংগ্রহ করে পাঠিয়ে দেয়া হয় সুইজারল্যান্ড। ফিফার ল্যাবরেটরিতে সেগুলো পরীক্ষা করা হয়। ৫ থেকে ১০ বছর পর্যন্ত নমুনা সংরক্ষিত থাকে ফিফার ল্যাবরেটরিতে। যদিও ডোপ টেস্টের রেজাল্ট ২ মাসের মধ্যেই দিয়ে দেয় ফিফা।ব্যক্তি জীবনে কুরআন-এ হাফেজ ডা. আবদুল মতিন। বিয়ে করেছেন একই জেলার জান্নাতুল মাওয়াকে। ঢাকার সমরিতা মেডিকেল কলেজে অধ্যায়নরত তার স্ত্রী। মতিন ও জান্নাতুল মাওয়ার একমাত্র ছেলে আজনাফ সাফওয়ানের বয়স মাত্র ৫ মাস। বিশ্বকাপে এন্টি ডোপিং ডিপার্টমেন্টে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে ফিফার সঙ্গেই সম্পৃক্ত থাকতে চান মতিন। না হলে তার লক্ষ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করা।

বিশ্বকাপে কাজ করে যে সনদ পাবেন মতিন সেটাকেই বিশাল মনে করছেন তিনি। এর বাইরে তেমন কিছু চাওয়ার নেই তার। ‘আমি একমাত্র বাংলাদেশি হিসেবে ফিফার গুরুত্বপূর্ণ বিভাগে কাজের সুযোগ পেয়েছি। এটা আমার এবং আমার দেশের জন্য গর্বের। আমি কাজের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করতে চাই’- আমাদের বাংলাদেশকে বলছিলেন ডা. আবদুল মতিন।
ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে নরসিংদীতে ছাত্র জীবনে জেলা লিগ ছাড়াও খেলেছেন জেলার অনূর্ধ্ব-১৪ দলে। বাবা-মায়ের শাসনে খেলা ছেড়ে দিলে ফুটবল ছাড়েননি মতিন। পরে নিজ জেলার লিগে ধারাভাষ্য দিয়েছেন। জেলা প্রশাসক গোল্ডকাপে ধারাভাষ্য দিয়ে পুরস্কারও জিতেছেন মতিন। মাদ্রাসা জীবনে পুরস্কার পেয়েছেন জাতীয় কবিতা প্রতিযোগিতায় অংশ নিয়ে। একাধিকবার সেরা হয়েছেন উপস্থিত বক্তৃতায়ও।

নরসিংদীতে মাদক বিরোধী শপথ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

জহিরুল ইসলামঃ
মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নরসিংদীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। 
এ সময় কর্মসূচীতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মাদক থেকে দূরে থাকার প্রত্যয়ে শপথ পাঠ করেন।পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান,সারডা সোসাইটি সংগঠনের নির্বাহী পরিচালক আরিফুল রহমান মুরাদ ভূঁইয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। একইভাবে জেলার ৬টি উপজেলায় পৃথক কর্মসূচী পালন করা হয়।

বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

নরসিংদীতে আর্জেন্টিনা গেট দিয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করবে না নতুন বউ ব্রাজিল সমর্থক

শাহিন আহমেদ :
বিশ্ব ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দু'দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বের বিভিন্ন দেশের মতো এই দুই দেশের ফুটবলের অসংখ্য দর্শক রয়েছে বাংলাদেশেও। মাঠের সেই প্রতিদ্বন্দ্বিতার রেশ দেখা যায় সমর্থকদের মাঝেও। প্রতি বার বিশ্বকাপ শুরু হলেই দুই দলের সর্মথকদের মধ্যে দেখা যায় নানা কাণ্ড। এবার নরসিংদীর শহরের বৌয়াকুড় এলাকার সানজিত হাসান পাপন নামে আর্জেন্টিনার এক সমর্থকও তেমনই কাণ্ড করেছে।

আগামীকাল শুক্রবার বিয়ে করতে যাচ্ছেন পাপন। বিয়ের জন্য তিনি নিজ বাড়ির সামনে আর্জেন্টিনার পতাকা দিয়ে বিশাল বিয়ের গেট তৈরি করেছেন। যা দেখে অবাক এলাকাবাসী। গেট দেখতে আশেপাশের এলাকার অনেক লোকজন ভিড় জমাচ্ছে তার বাড়িতে।প্রিয় দলের পতাকা দিয়ে গেট বানানো প্রসঙ্গে পাপন বলেন, 'আর্জেন্টিনা দলকে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বিয়ে- আর সে বিয়েটা প্রিয় দলকে ভালোবেসেই করতে চাই। তাই প্রিয় দলের পতাকা দিয়ে গেট তৈরি করলাম।'

তবে সবচেয়ে মজার বিষয় হলো- পাত্র পাপন বিয়ে করছেন রায়পুরা উপজেলার হাইমারা গ্রামের এবং নরসিংদী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্রী তায়েবা আক্তারকে। তিনি আবার ব্রাজিল বড় সর্মথক। বিয়ের আগেই কনে পাপনকে জানিয়েছে, আর্জেন্টিনা গেট দিয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করবেন না তিনি।
মাঠের দ্বন্দ্বটা তাই এবার বিয়ের আসরেও। এ ব্যাপারে পাপন বলেন, 'অনেক মজার ব্যাপার হলো আমি যখন আবার হবু বউকে বললাম আর্জেন্টিনা পতাকা দিয়ে গেট করলাম, তখন সে মজার করে বলছে- সে নাকি এ গেট দিয়ে বাসায় ঢুকবে না। কারণ সে ব্রাজিল সর্মথক।'
এদিকে আজ বৃহস্প্রতিবার সকালে পাপন তার ফেসবুকে পোস্টের মাধ্যমে তায়েবার বক্তব্য সকল আর্জেন্টিনা সর্মথক বন্ধুদের জানিয়ে দেন। ফেসবুক পাপন লেখেন, 'নিজের বিয়ের গেটটাও করলাম আর্জেন্টিনাকে ভালোবেসে, আমার হবু বউ নাকি ব্রাজিল সাপোর্টার-সে নাকি এই গেট দিয়া ঢুকতো না বাসায়।


সোমবার, ১৮ জুন, ২০১৮

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন জন নিহত

নিজস্ব প্রতিবেদক: 
 নরসিংদীর আমিরগঞ্জ রেলব্রিজে মোবাইল সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়পুরা আমিরগঞ্জ রেল ব্রিজে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাবা হাফিজুল ইসলাম (৪৫), তার ৮ শ্রেণি পড়ুয়া মেয়ে তারিন (১৪), শিশু সন্তান তুলি (২)। তারা পৌর শহরের বিলাসদি এলাকার বাসিন্দা।
জানা যায়, ঈদ উপলক্ষে সোমবার বিকেলে পরিবার পরিজন নিয়ে আমিরগঞ্জ ব্রিজ এলাকায় বেড়াতে যায় হাফিজুল ইসলাম। ছবি তুলতে তারা ট্রেন চলাচলকারী ব্রিজের উপর চলে যায়। এসময় পেছন থেকে নোয়াখালিগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে বাবা ও দুই মেয়েসহ ৩ জন নিহত হয়।
তবে স্থানীয়রা বলছেন, নিহতরা সেলফি তুলছিল। ট্রেন চলে আসলেও তারা দেখতে পায়নি। এরই মধ্যে ট্রেনের নিচে পড়ে যায়।
রেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শাহ অালম বলেন, আমাদের ধারণা তারা ব্রিজে ঘুরাঘুরি করছিল। ট্রেন চলে আসলে তারা আর ব্রিজ থেকে বের হতে পারেনি। তাই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

পলাশের পাপড়ী সংগঠনের গরিব অসহায়দের ঈদ সামগ্রী বিতরণ

পলাশ প্রতিনিধি:
পলাশের পাপড়ী সংগঠনের পক্ষ  থেকে অসহায় গরীব বিধবা ও এতীমদেরকে ঈদ সামগ্রী বিতরন।
পবিত্র রমজান মাস এবং ঈদূল ফিতর উপলক্ষে   বৃহস্পতিবার  বিকেলে পলাশের বিএডিসি শেখ সুপার মার্কেটে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ূয়া ছাএছাএীদের সংগঠন পলাশের পাপড়ী তাদের এই মহতী কার্যক্রম সম্পন্ন করে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসিবে উপস্থিত ছিলেন আমরা নরসিংদীবাসী সংগঠনের সাধারন সম্পাদক তৌকির আহমেদ। উক্ত সংগঠনের একজন সদস্য শেখ রাসেল মাহমুদ  বলেন পলাশের পাপড়ী সংগঠন সবসময় সমাজের ভাল কাজগুলো করতে চায়। উপস্থিত ছিল উক্ত সংগঠনের অন্য সদস্যরা এরমধ্যে ইয়াছির আরাফাত উমর ফারুক নাহিদ শেখ আল রাজী আরাফাত হযরত আলী মাকসুদ জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এবং পলাশের পাপড়ী সংগঠনকে আগামীতে এগিয়েনিতে সকলের সহযোগীতা চায়।  পলাশের পাপড়ী এবারের ঈদে কয়েকটি গরীর পরিবার কিছু বিধবা কয়েকজন এতীম এবং একটি অন্ধ পরিবারের মধ্যে কাপড় এবং  নগদ অর্থ বিতরন করে।

বুধবার, ১৩ জুন, ২০১৮

আলোকিত নরসিংদী সংগঠনের অসহায়, এতিম দুস্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

আসলাম ভুইয়া:
আজ বুধবার দুপুরে নরসিংদী সরকারি কলেজে অসহায়, এতিম দুস্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে "আলোকিত নরসিংদী" সংগঠন।

এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাএলীগের সভাপতি ইসহাক খলিল বাবু, নরসিংদী সদর থানা ছাএলীগের সভাপতি সরোয়ার হোসেন ফয়সাল, নরসিংদী শহর ছাএলীগের সভাপতি রাজীব সরকার, নরসিংদী সরকারি কলেজের সভাপতি শিব্বির আহম্মেদ শিবলী ও প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সরোয়ার হোসেন ফয়সাল বলেন, মানবিক কাজ মানেই এক অনাবিল শান্তির ছোয়া,  সেই মানবিকতার জায়গা থেকে আসে নির্স্বাথ ভালোবাসা।  আমরা সমাজের অসহায় গবির ও এতিম দের নিয়ে কাজ করি এবং সামনে আরো বেশি করে করতে চাই।

সংগঠনের সদস্য অনিক দাস তুষার জানায়, আমরা সব সময় অসহায়, গরিব মানুষদের পাশে থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই।
দোয়া করবেন যেন আগামীতে আমরা আরো ব্যাপক ভাবে গরিব, অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে পারি।

ফেনী জেলা ছাত্রদলের কমটি ঘোষনা সন্নিকটে

শহরপ্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলা শাখার নতুন কমিটি নিয়ে চলছে জোর আলোচনা। ঈদের আগেই বা দুই-একদিন পর নতুন কমিটি ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে দল সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। এদিকে নতুন কমিটিতে স্থান পেতে জোর চেষ্টা-তদবির চালাচ্ছেন সম্ভাব্য পদপ্রত্যাশীরা। তৃণমূল নেতাকর্মীরাও অধীর আগ্রহে রয়েছেন আগামী দিনে জেলা ছাত্রদলের নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে। তবে পদপ্রত্যাশীদের মধ্যে বিবাহিত ও অছাত্ররাও পদ পেতে তৎপর রয়েছেন।
দলীয় একাধিক সূত্রে জানা গেছে, সর্বশেষ জেলা ছাত্রদলের নঈম উল্যাহ চৌধুরী বরাতকে সভাপতি, এসএম কায়সার এলিনকে সিনিয়র সহ-সভাপতি ও সালাহ উদ্দিন মামুনকে সাধারণ সম্পাদক করে তিন সদস্যের আংশিক জেলা কমিটি ২০১৪ সালে ঘোষিত হয়। ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম কায়সার এলিন পদত্যাগ করে ফেনীতে ছাত্রদলের আরেকটি বিদ্রোহী কমিটি গঠন করে সাধারণ সম্পাদক হন। বিদ্রোহী কমিটির সভাপতি হন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন ভূঞা। এরপর কেন্দ্র ঘোষিত কমিটির সভাপতি বরাত ও সাধারণ সম্পাদক মামুনের মাঝেও দেখা দেয় নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ বিরোধ। দুইজন পৃথকভাবে কর্মসূচি পালন করে। সদর উপজেলা ও সোনাগাজী উপজেলা ছাড়া অন্য কোন উপজেলা কমিটি করতে পারেননি এখনও। এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্দোলন সংগ্রাম সক্রিয় রাখতে দলকে গোছানোর লক্ষে সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো পূনঃগঠন করছে। এর অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিজ জেলা ফেনীতেও অঙ্গসংগঠনগুলো নতুন কমিটি নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। গত রোববার ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের পাঁচ সদস্যের একটি আংশিক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি। সহসা ফেনী জেলা ছাত্রদলেরও নতুন কমিটি ঘোষিত হবে, এমন গুঞ্জন রয়েছে সবখানে। নতুন কমিটিতে স্থান পেতে ছাত্রদলের সম্ভাব্য পদপ্রত্যাশীরা জোর লবিং তদবির শুরু করে দিয়েছেন। অনেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সাথেও যোগাযোগ রক্ষা করে চলছেন বলে দলীয় একটি সূত্রে জানা গেছে।
ফেনী জেলা ছাত্রদলের সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাদের নাম আলোচিত হচ্ছে, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মামুন, কলেজ ছাত্রদল নেতা ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত,বাপ্পা খন্দকার,ফখরুদ্দিন সেন্টু,তৌহিদুল ইসলাম আকাশ, কাজী নজরুল ইসলাম দুলাল,জাকির হোসেন রিয়াদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর হোসেন মঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীবুল ইসলাম পাটোয়ারী সজীব, মাহফুজ,রশিদ মজুমদার ও পৌর জাসাস নেতা নিজাম উদ্দিন সোহাগসহ আরো কয়েকজনের নাম শোনা যাচ্ছে। সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে যাদের নাম আলোচিত হচ্ছে তাদের মধ্যে অনেকে বিবাহিত ও অছাত্র রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তৃণমূল নেতাকর্মীর প্রত্যাশা, বিএনপির আন্দোলন-সংগ্রামে ভ্যানগার্ড খ্যাত ছাত্রদল পূনঃগঠনে প্রকৃত ছাত্ররাই নেতৃত্বে আসবে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন জানান, বিগত সময় দলের দূর্দিনের কর্মকান্ড বিবেচনা করে যাদের হাতে নেতৃত্ব তুলে দিবেন তারাই হবেন আগামী দিনের ফেনী জেলা ছাত্রদলের কান্ডারী।
জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্যাহ চৌধুরী বরাত বলেন, চলমান আন্দোলনে যাদের রাজপথে অংশগ্রহণ ছিল হামলা-মামলা নির্যাতনের শিকার হয়েছে তাদের মধ্য থেকে পরিশ্রমী, ত্যাগী নেতাদেরকে সমন্বয় করে ছাত্রদল নতুন কমিটি গঠনে কেন্দ্রের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কোনো আওয়ামী দালালকে যাতে করে ফেনী জেলা ছাত্রদলের শীর্ষপদে আসীন করা না হয়, সেদিকে কেন্দ্রকে কঠিনভাবে দৃষ্টি রাখতে হবে।

রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

জহিরুল ইসলাম:
রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার বিকালে নরসিংদী চেম্বার অব কমার্স ভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শাহ মো:সবুজ এর পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও রোটারেক্ট পারপার্স এর মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারীয়ান আই পি পি মোঃ মাহবুবুর রহমান মনির পিএইচএফ, রোটারেক্ট কমিটি চেয়ারম্যান,  এই সময় আরো উপস্থিত ছিলেন এডিশনাল ডিস্ট্রিক সেক্রেটারি রোটারেক্টর তৌহিদুর রহমান তৌকির, রিজিওনাল সেক্রেটারি রোটারেক্টর রায়হান খান,রোটা:রাকিবুল মাসুম,শামীম আহমেদ,রাজু আহমেদ জনি সহ সকল রোটারেক্ট ও ইন্টারেক্ট সদস্যবৃন্দ। ইফতারের আগে বিশেষ দোয়ার মাধ্যমে দেশও জাতির এবং প্রতিটা সদস্যদের পিতা মাতার জন্য দোয়া করা হয়। 

মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

নরসিংদীর মেঘনায় বজ্রপাতে নারীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মেঘনা নদীতে যাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাতে নারীসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ যাত্রী। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে নরসিংদীর চরাঞ্চল করিমপুরের মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আলোকবালী গ্রামের ফরিদা ইয়াসমিন (৫০), একই গ্রামের রেহেনা বেগম (৪০) ও কাইয়ুম(২৫) মিয়া। আহতরা হলেন- ছানাউল্লা মিয়া, রুবেল মিয়া, আলী হোসেন, ফরহাদ মিয়া, জাবেদ ও ভূট্টো মিয়া।

 পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে নরসিংদীর বিপিন সাহার ঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত ট্রলার সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী যাচ্ছিল। নৌকাটি চরাঞ্চলের করিমপুরের কাছাকাছি পৌঁছালে মুশুলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এরই মধ্যে নৌকাটি মেঘনা নদীর করিমপুর মোহনায় পৌঁছালে বিকট শব্দ হয়ে আগুনের গোলাকৃত একটি বস্তু নৌকার উপর পরে। এসময় নৌকার ছাদে বসা কাইয়ুম নামে একজন দগ্ধ হয়ে মারা যায়। আহত হয় আরো ১২ জন। পরে নৌকার অন্যান্য যাত্রীরা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে আনার পর আরো দুই জন মারা যায়। গুরুত্বর আহত আরো দুইজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়।

নরসিংদীতে দুস্থ অসহায় পথশিশুদের ঈদ সামগ্রী বিতরণ করেছে কালের কন্ঠ শুভ সংঘ

জহিরুল ইসলাম :
নরসিংদী জেলার প্রায় ১৫০ জন দুস্থ অসহায়  পথশিশুর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। আজ মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলার কারারচর ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
শুভসংঘের সদস্যদের নিজ অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয় বলে উদ্যোক্তারা জানান। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী শুভসংঘের উপদেষ্টা ড. মো. মোয়াজ্জেম হোসেন, রাসেল বিন হাসনাত, কালের কণ্ঠ'র নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান, নরসিংদী শুভসংঘের সভাপতি মাহবুবুর রহমান মনির, সাধারণ  সম্পাদক রাকিবুল মাছুম, তানভীর আহমেদ, রাজু আহমেদ জনি, জহিরুল ইসলাম,আবু বকর,তানভীর সানি,মোস্তাক,জেরিন নুসরাত, স্মৃতি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

সোমবার, ১১ জুন, ২০১৮

মরহুম প্রিন্সিপাল আব্দুল মোমেন ভূঁঞার স্বরনে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
গত বরিবার বিকালে রায়পুরা উপজেলার প্রথম চেয়ারম্যান, রায়পুরা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
মরহুম প্রিন্সিপাল আব্দুল মোমেন ভূঁঞার স্বরনে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতেখার ভূঁঞা ইটু এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল কুদ্দুস, সাবেক মেয়র
উক্ত অনুষ্ঠানে আরো ও উপস্থিত ছিলেন মহসিন হোসেন বিদ্যুৎ সভাপতি নরসিংদী জেলা যুবদল,ইন্জি: আশরাফউদ্দীন তথ্যও প্রযুত্তি সম্পাদক কেন্দ্রীয় কমিটি, মোতালিব সভাপতি উপজেলা বেন্ডার সমিতি
এই সময় আরো ও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিগন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

গরিব ও এতিম ছাত্রদের মুখে হাসি ফুটাতে যাত্রাপথ সংগঠনের ঈদ উপহার বিতরণ

জহিরুল ইসলাম :
 রবিবার দুপুরে বানিয়াছল জামিয়া দ্বীনিয়া মাদরাসাওএতিমখানায় নরসিংদী জেলার বিভিন্ন মাদরাসার এতিম ও গরিব ছাত্রদের ঈদ উপহার বিতরণ করে যাত্রাপথ সংগঠন। প্রতিবছরের ধারাবাহিগতা নিয়ে এবারও এই আয়োজন করে। রোটারেক্ট জহিরুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ করা হয়। মাদরাসার ছাত্রদের ইসলামী গজলের মাধ্যমে সবাইকে আনন্দ   দেওয়া হয়।
এই সময়   উপস্থিত ছিলেন আমরা নরসিংদীবাসীর সংগঠনের সাধারন সম্পাদক তৌকির আহমেদ, গোলাম কবির কামাল, আমিনুল হক বাচ্চু সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এই  সংগঠনটি সবসময় সমাজের ভালো কাজে সহযোগিতা করে আচ্ছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ইফাত বলেন, আমরা গত ৩ বছর ধরে সমাজের অসহায় গবির ও এতিম দের নিয়ে কাজ করি। যার আমাদের সংগঠনের পাশে থেকে   সবসময় সহযোগীতা করে সবাই কে অসংখ্য শুভেচ্ছা।
আমরা এই বছরই গরিব পরিবার কে ঈদ সামগ্রী দিবো। আশা করি সকালে আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। এই বছর আমার ৫ টা মাদরাসা এতিম ও গরিব ছাত্রদের ঈদ উপহার দিয়েছি। দোয়া করবেন যেন আগামীতে সকল মাদরাসায় দিতে পারি। উক্ত অনুষ্ঠানে  দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

রবিবার, ১০ জুন, ২০১৮

ঈদুল ফিতরে আসছে ৫ টি গান নিয়ে ফেনীর ছেলে মাইনুল সৌরভ'র ২য় একক এ্যালবাম


দিদার মজুমদার:
ফেনীর ছেলে মাইনুল সৌরভ'র ২য় একক এ্যালবাম ঈদুল ফিতরে বের হতে যাচ্ছে ৫টি গান।ইতিমধ্যে ৪ টি গানের মিক্স-মাস্টার সম্পন্ন হয়েছে, একটি গানে তার সহ শিল্পী হিসেবে আছেন জনপ্রিয় গায়িকা তাসমিনা অরিন। এ্যালবাম বিষয়ে সৌরভ জানান ৫টি গানের মধ্যে দখিনা হাওয়া, বৃষ্টিরে, ঘরের মানুষ, ভালোবাসি গো,পাষান সহ সর্বমোট ৫টি গান দিয়ে সাজিয়েছি তার ২য় একক এ্যালবাম এবং এর মধ্যে থাকবে ২ টি ডুয়েট গান। সুন্দর কথার মজবুত গাঁথুনিতে গান গুলো লিখেছেন গীতিকবি সোহাগ ওয়াজিওল্লাহ ও মাসুদ আহমেদ। ১টি করে গান সুর করেছেন সজীব দাস ও জাহিদ মনসুর এবং বাকি ৩টি গান সুর দিয়েছেন মাসুদ আহমেদ। সঙ্গিতায়জনে আছেন সজীব দাস, রিয়েল আশিক ও আনাম শান। উল্লেখ্য ২০১২ইং সালে সৌরভের প্রথম একক এ্যালবাম বুক পকেটও মুক্তি পায়, তারপর তিনি ২০১৪ইং সালে ভালোবাসা দিবসের তোরই অনুভব'র মিক্সড এ্যালবামে মন দরিয়া গানটিতে কণ্ঠ দিয়েছিলেন।এছাড়া ও অনেক গুলো মিক্সড এ্যালবামে তিনি গান গেয়েছেন বলে জানিয়েছেন। শ্রোতাদের উদ্দ্যেশে তিনি বলেন আধুনিক সময়ের সংগ্যে মিল রেখে সর্বচ্চ চেষ্টা করেছেন গান করার তবে এই গান গুলো শ্রোতাদর্শকদের ভাল লাগবে বলেও আশা রাখেন।সম্প্রতি দুটি গানের মিউজিক ভিডিওর কাজ শেষ হলেও বাকি তিনটি মিউজিক ভিডিওর কাজ ঈদের পর শুরু করবেন বলেও জানান তিনি। ফেনীর এই সংগীত শিল্পী মাইনুল সৌরভ হলেন ফেনী জজকোর্টের সাবেক সরকারী কৌশলী সিনিয়র আইনজীবি মফিজুল ইসলাম'র একমাত্র পুত্র।

বেগম জিয়া'র কারা ও রোগ মুক্তি কামনায় ফেনী কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শহরপ্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদল ফেনী সরকারি কলেজ শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারা ও রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শহরের ব্যতিক্রম কমিউনিটি সেন্টারে।ফেনী সরকারী কলেজ ছাত্রদল নেতা ইস্রাফিল রায়হান ও সাখাওয়াত হোসেন নিরান অনুষ্ঠান সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফেনী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেজবা উদ্দিন খান সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আলাউদ্দিন রুমন ও ইকবাল হোসেন রানা। কলেজ ছাত্রদল নেতা শাহফরান, আল সালেহ জিহাদ, ফারুক, নূর হোসেন, সজীব, সোহেল সহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর উদ্দ্যেগে শতাধিক শিশুর মাঝে ঈদ বস্ত্র বিতরণ

দিদার মজুমদারঃ
ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) ফেনী জেলা শাখার আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি ফেনীর সহযোগিতায় শনিবার জেলা পরিষদের ড. সেলিম আলদীন মিলনায়তনে শতাধিক গরীব শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞা, বিশিষ্ট শিল্পপতি ও সংগঠনের উপদেষ্টা মহিনুর জাহান লাবনী, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক ইমন উল হক ও সংগঠনের উপদেষ্টা সাপ্তাহিক ফেনীর শক্তি সম্পাদক শেখ ফরিদ রতন সহ প্রমুখ। এনসিটিএফ ফেনীর সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দা নুসরাত আহমেদ এর সঞ্চালনায় বিভিন্ন শ্রেণী পেশার মেহমানবৃন্দ  উপস্থিত ছিলেন।

শনিবার, ৯ জুন, ২০১৮

এতিমদের সাথে ইফতার করলো স্বপ্নচারী ফাউন্ডেশন

জহিরুল ইসলাম:
আপনার ছোট্ট স্বপ্নই হউক হাজারো মানুষের আগামীর পথচলা এই স্লোগান কে সামনে রেখে স্বপ্নচারী ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল।  
পবিত্র মাহে রমজান উপলক্ষে জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসার এতিম শিশু ও ছাত্রদের সাথে ইফতার করেছেন স্বপ্নচারী ফাউন্ডেশন এর সদস্যরা। 

২৩ রমজান ৯ জুন শনিবার স্বপ্নচারী ফাউন্ডেশন মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে  ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন। এই ইফতারে উপস্থিত ছিলেন মাদ্রাসার এতিমসহ প্রায় ৭০জন ছাত্র ও শিক্ষকবৃন্দ ।
উক্ত অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন স্বপ্নচারী ফাউন্ডেশনের সদস্য শাহাদাত হোসেন, ফয়সাল আহমেদ টিপু,সিহাবউদ্দীন,হাবিবুর রহমান,মাহবুব রহমান সিপুও জহিরুল ইসলামসহ বিভিন্ন অতিথিবৃন্দ। 

এই সময় সিহাবউদ্দীন জানায়, আমরা এই ঈদে নতুন পান্জাবী সহ ঈদ সামগ্রী বিতরণ করবো। সমাজের প্রতিটা এতিম ও অসহায় পরিবার যেন ভালোভাবে আনন্দের সাথে ঈদ পালন করে আমরা সে চেস্টা করবো। 

এই সময় স্বপ্নচারী ফাউন্ডেশনের সকল সদস্যদের  জন্য এক খতম কুরআন শরীফ পড়ে তাদের পিতা -মাতা,  দেশবাসীর জন্য দোয়া করা হয়।

হাসনাত মিলনের কথায় আয়েশা মৌসুমীর কন্ঠে "বাধা" গানটি মুক্তি

স্বপন ওয়াহিদ: হাসনাত মিলন মূলত একজন ছড়াকার,ছড়া কবিতা লিখার পাশাপাশি গানও লিখে। তিনি দীর্ঘদিন যাবত সিঙ্গাপুর থেকে প্রকাশিত ‘বাংলার কন্ঠ’ এর সাথে জড়িত। পাশাপাশি সোনার বাংলা সাহিত্য পরিষদের সাথে দীর্ঘদিন যাবত কাজ করছেন।


আসছে ঈদে প্রখ্যাত গীতিকার ইথুন বাবুর সুর ও সংগীতে হাসনাত মিলনের কথায় আয়েশা মৌসুমীর কন্ঠে "বাধা" গানটি মিউজিক ভিডিও আজ রাত ৮ ঘটিকায় রিলিজ হবে। গানটি EB Music Tv You Tube এ দেখা যাবে।

শুক্রবার, ৮ জুন, ২০১৮

নরসিংদীতে রিজেন্ট ফেব্রিক্স এর ৬ষ্ঠ শোরুম উদ্বোধন

জহিরুল ইসলাম:

নরসিংদীতে রিজেন্ট ফেব্রিক্স এর ৬ষ্ঠ শোরুম উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় নরসিংদী বড় বাজারের জুয়েলারী পট্টিতে এর উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর এলাহী। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আবদুুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী, রোটারী ক্লাব অব নরসিংদী মিডটাউনের আইপিপি মাহবুবুর রহমান মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রিজেন্টে নিজস্ব উৎপাদিত পণ্য থ্রিপিছ, শাড়ি, পাঞ্জাবী, থান কাপড়, লেডিস স্কার্ফ, ধুতি, পারফিউমড, লেডিস পার্স, কট্টি সহ অনান্য সামগ্রী বিক্রয় কার্যক্রম এই উদ্বোধনের মাধ্যমে শুরু হল। এখানে উল্লেখ্য যে, আগামি ঈদুল ফিতরকে সামনে রেখে এই শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে নরসিংদীতে কাপড়ের বাজারের জন্য খ্যাত কালী বাজারে এই শোরুম নরসিংদীর ফ্যাশন সচেতন ভোক্তাদের চাহিদা মেটাতে ভূমিকা রাখবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

নরসিংদীতে প্রয়াস সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জহিরুল ইসলাম : 
নরসিংদীতে প্রয়াস সংগঠনের উদ্দোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার  নরসিংদী জেলা শহরের বালুরচর ব্রিলিয়ান্টস কোচিং সেন্টারের অডিটিয়াম রুমে  এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।  মারজানুল হকের পরিচালনায়  উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা নরসিংদীবাসীর সাধারন সম্পাদক তৌকির আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রয়াস সংগঠনের উপদেষ্টা আরিফুল ইসলাম, আতিকুর রহমান,  রোটারেক্টর জহিরুল ইসলামওডা লুৎফা হক লাভলী। সভাপতি জায়েদ আল ফুয়াদ,সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম সজীবসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এই সময় সভাপতি জায়েদ আল ফুয়াদ প্রয়াস সংগঠনে কার্যকলাপ তুলে ধরেন। প্রতিবারের মত এবারও তারা ঈদ সামগ্রী বিতরণ করবে গরিব পরিবারের মাঝে। অনুষ্ঠানে তৌকির আহমেদ  সকল সদস্যদের কে  দিক নিদর্শনা দেন সকল কে ঐক্য হয়ে মিলে মিশে কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন সবসময় ভালো কাজে পাশে আছেন থাকবেন। যেকোন ভালো কাজে সবসময় পাশে থাকবে। 

ঈদুল ফিতরে আসছে ৫ টি গান নিয়ে ফেনীর ছেলে মাইনুল সৌরভ'র ২য় একক এ্যালবাম

দিদার মজুমদার:
ফেনীর ছেলে মাইনুল সৌরভ'র ২য় একক এ্যালবাম ঈদুল ফিতরে বের হতে যাচ্ছে ৫টি গান।ইতিমধ্যে ৪ টি গানের মিক্স-মাস্টার সম্পন্ন হয়েছে, একটি গানে তার সহ শিল্পী হিসেবে আছেন জনপ্রিয় গায়িকা তাসমিনা অরিন। এ্যালবাম বিষয়ে সৌরভ জানান ৫টি গানের মধ্যে দখিনা হাওয়া, বৃষ্টিরে, ঘরের মানুষ, ভালোবাসি গো,পাষান সহ সর্বমোট ৫টি গান দিয়ে সাজিয়েছি তার ২য় একক এ্যালবাম এবং এর মধ্যে থাকবে ২ টি ডুয়েট গান। সুন্দর কথার মজবুত গাঁথুনিতে গান গুলো লিখেছেন গীতিকবি সোহাগ ওয়াজিওল্লাহ ও মাসুদ আহমেদ। ১টি করে গান সুর করেছেন সজীব দাস ও জাহিদ মনসুর এবং বাকি ৩টি গান সুর দিয়েছেন মাসুদ আহমেদ। সঙ্গিতায়জনে আছেন সজীব দাস, রিয়েল আশিক ও আনাম শান। উল্লেখ্য ২০১২ইং সালে সৌরভের প্রথম একক এ্যালবাম বুক পকেটও মুক্তি পায়, তারপর তিনি ২০১৪ইং সালে ভালোবাসা দিবসের তোরই অনুভব'র মিক্সড এ্যালবামে মন দরিয়া গানটিতে কণ্ঠ দিয়েছিলেন।এছাড়া ও অনেক গুলো মিক্সড এ্যালবামে তিনি গান গেয়েছেন বলে জানিয়েছেন। শ্রোতাদের উদ্দ্যেশে তিনি বলেন আধুনিক সময়ের সংগ্যে মিল রেখে সর্বচ্চ চেষ্টা করেছেন গান করার তবে এই গান গুলো শ্রোতাদর্শকদের ভাল লাগবে বলেও আশা রাখেন।সম্প্রতি দুটি গানের মিউজিক ভিডিওর কাজ শেষ হলেও বাকি তিনটি মিউজিক ভিডিওর কাজ ঈদের পর শুরু করবেন বলেও জানান তিনি। ফেনীর এই সংগীত শিল্পী মাইনুল সৌরভ হলেন ফেনী জজকোর্টের সাবেক সরকারী কৌশলী সিনিয়র আইনজীবি মফিজুল ইসলাম'র একমাত্র পুত্র।

বুধবার, ৬ জুন, ২০১৮

দেশ ও গণতন্ত্র গভীর সংকটে : নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক: 

দেশ ও গণতন্ত্র আজ গভীর সংকটে নিপতিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান। 

তিনি বলেন, দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে সরকার। গণতন্ত্র শেষ, বিচার বিভাগ শেষ, পার্লামেন্ট আগে থেকেই নেই। শেয়ারবাজার, ব্যাংক লুট করেছে। এসবের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া আন্দোলন করছিলেন বলেই তাকে কারাগারে বন্দী করা হয়েছে। একটি পরিত্যক্ত কারাগারে বন্দী তিনি। সে কারাগারে আর কোনো কয়েদি নেই। তিনি অসুস্থ। তাকে বিশেষায়িত হাসপাতালে নেয়ার সুপারিশ করেছিলো ডাক্তাররা। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। চিকিৎসা দেয়া হয়নি।

বুধবার নয়াপল্টনস্থ হোটেল সীগালে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, খালেদা জিয়ার চিকিৎসা যদি করা না হয় তাহলে তিনি প্যারালাইজড হয়ে যেতে পারেন, দৃষ্টিহীন হয়ে যেতে পারেন। সরকার চায় তিনি পঙ্গু হয়ে যাক, দৃষ্টিহীন হয়ে যাক।

দেশজুড়ে মাদকবিরোধী অভিযানের নামে চলমান ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’র বিরুদ্ধে জনপ্রিতরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, দুঃশাসন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। এভাবে চলতে পারে না। এই অভিযানকে আমরা শুরু থেকে প্রশ্নবিদ্ধ করেছি।’

তিনি বলেন, ‘বিচারবহির্ভূত এইসব হত্যার পেছনে ভিন্ন কারণ আছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এর টার্গেট, সে উদ্দেশ্যে কক্সবাজারের কমিশনার একরাম সাহেবকে হত্যা করা হলো। এলাকার সবাই বলছেন তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। প্রকাশিত অডিও প্রমাণ করে যে মাদকবিরোধী এই অভিযান সরকার ভিন্ন দিকে প্রবাহিত করছে। এভাবে বিচারবহির্ভূত হত্যা চলতে পারে না। আমরা কি কোনও জংলি দেশে আছি নাকি? এর বিরুদ্ধে রুখে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে।’ 

ট্র্যাফিক সিস্টেম থেকে শুরু করে দেশের সবকিছুতে অচল অবস্থা করা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘সরকার গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। সুশাসন বলতে দেশে আজ কিছু নেই। যেকারণে জনজীবন অতিষ্ট আজ। কেউ কোথাও বিচার পায় না। না আদালতে, না অন্য কোথাও।’

জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য মাওলানা আবদুল হালিম, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক প্রমুখ। 

উপস্থিত ছিলেন ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, বিজেপির ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মতিন সাউদ, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, পিপলস লীগ মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মুহম্মদ শফিউল্লাহ, লেবার পার্টি (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, (অপরাংশ) চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, জাগপা যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খান,  ইসলামী ঐক্যজোট যুগ্ম মহাসচিব মাওলানা শওকত আমীন প্রমুখ ইফতার মাহফিলে অংশ নেয়।


ইফতারের পূর্বে দেশ-জাতি, বিশ্ব মুসলিমের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করে দলের সহ-সভাপতি মুফতী গোলাম রহমান।

দেশে অঘোষিত বাকশালী শাসন চলছে : নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক:

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান বলেছেন, দেশে অঘোষিত বাকশালী শাসন চলছে। আইনের শাসন আর গণতন্ত্র আজ শৃঙ্খলিত। 

তিনি বলেন, ‘এই দিন তো শেষ দিন নয়। যেসব দৃষ্টান্ত এই সরকার তৈরি করছে, আমাদের তার সব প্রয়োগ করার প্রয়োজন হবে না। আমরা নেত্রীর নির্দেশ অনুযায়ী শান্তিপূর্ন আন্দোলন করছি। প্রয়োজনে আবার নেত্রীর নির্দেশ আসলে আন্দোলনের ধরনের পরিবর্তন হলে ২০ দলীয় জোটকে সেটির জন্যও প্রস্তুত থাকতে হবে। 

মঙ্গলবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘সরকার বেগম খালেদা জিয়ার প্রতি যে আচরণ করছে, তা কোনও মানুষের আচরণ নয়। এটা অমানুষের আচরণ। যে মামলায় আদালত তাকে সাজা দিয়েছেন, সেই মামলায় তিনি দেশের সর্বোচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। কিন্তু সরকার নানা কৌশলে ৭৩ বয়সী এই বয়স্ক মহিলাকে কারাগারে আবদ্ধ করে রেখেছে।’

লেবার পার্টির চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী।

বক্তব্য রাখেন বিএনপি ভাইস চেয়ারম্রান শামসুজ্জামান দুদু, চেয়াপরসনের উপেদষ্টা ব্যারিস্টার হায়দার আলী, হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ। 

উপস্থিত ছিলেন ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর শুরা সদস্য ফরিদ হোসাইন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুস সালাম আজাদ, জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, বিজেপির ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মতিন সাউদ, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ গোলাম আজগর, জাতীয় পার্টি (জাফর) যুগ্ম মহাসচিব এস.এস.এম শামিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, ইসলামিক পার্টি মহাসচিব এডভোকেট আবুল কাশেম, ইসলামী ঐক্যজোট যুগ্ম মহাসচিব মাওলানা শওকত আমীন, ডিএলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা এম.এন শাওন সাদেকী প্রমুখ ইফতার মাহফিলে অংশ নেয়।


লেবার পার্টি ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন আলী, শামসুদ্দিন পারভেজ, মাহমুদ খান, হিন্দু রত্ন রামকৃষ্ঞ সাহা, যুগ্ম মহাসচিব শামীমা চৌধুরী, আহসান হাবীব ইমরুজ, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

ঢাকায় নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আক্তারুজ্জামান:
ঢাকা রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন আইইবি ভবনে মঙ্গলবার(৫/৬) বিকালে ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ হেলাল উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন,নবীনগর নির্বাচনী এলাকার সাবেক এমপি এড. শাহ জিকরুল আহমেদ খোকন, ঢাকা মহনগর(দঃ) আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. কাজী মোর্শেদ হোসেন কামাল, ঢাকাস্থ উপজেলা কল্যান সমিতির সভাপতি ইঞ্জিঃ কবির আহমেদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য তকদীর হোসেন মোঃ জসীম, সূর্যসেন হল ছাত্রসংসদের সাবেক জিএস সায়েদুল হক সাঈদ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যাপক নূরুন্নাহার বেগম, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান, ইফতার উদযাপন কমিটির আহ্বায়ক এড. মিজানুর রহমান, সদস্য সচিব গোলাম মোহাম্মদ সোহরাব হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবীরর নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দলমত নির্বিশেষে নবীনগরের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সে জন্য অত্র প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য।

সলিমগঞ্জ বাজারে ঈদের কেনাকাটা জমজমাট, দেশি পোশাকের চাহিদা বেশি


মো.আক্তারুজ্জামান,নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী সলিমগঞ্জ বাজারের জমে উঠেছে ঈদের কেনাকাটা আর যতই দিন এগুচ্ছে সলিমগঞ্জ বাজারের নামি দামী মার্কেটসহ বিপনীবিতানগুলিতে ক্রেতা সমূহের উপচে পরা ভিড় চোখে পড়ছে। তবে আবহাওয়ার সাথে তালমিলিয়ে বিদেশী পোশাকের চেয়ে এ বছর দেশের তৈরি পোশাকের চাহিদা বেশি বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

রমজানের শুরু থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে  আসা সলিমগঞ্জ বাজারের বিপণিবিতানগুলোতে ক্রেতার ভিড় বেড়েই চলেছে। কিশোরী ও তরুণীদের পছন্দ চুমকির কাজ করা থ্রি-পিস, লেহেঙ্গা, টপর্স, আর কিশোর ও তরুণদের পাঞ্জাবি ও ফতুয়ায় আকর্ষন অনেকেরই নজর কাটছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সলিমগঞ্জ বাজার মনির মার্কেট, চৌধরী মার্কেট, হাসান মার্কেট, আল বাহাইন সুপার মার্কেটে, সহ বিভিন্ন নামি দামী ব্র্যান্ডের দোকান গুলোতে বাচ্চাদের পোশাক ৫০০-১২০০টাকা, মাঝারি সাইজের মেয়েদের পোশাক ১০০০-২০০০ আর পাশ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন নামের পোশাক গুলো ২৫০০-৪০০০ টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে। অন্য দিকে পাঞ্জাবি ও ফতুয়ার দাম ৭০০-১২০০টাকায় পাওয়া যাচ্ছে।

কয়েকজন ব্যবসায়ী বলেন,এ বছর অন্য যেকোনো বছরের তুলনায় কয়েক গুণ বেশি দেশি পোশাক বিক্রি করছেন। এ বছর তাঁরা শিশুদের জন্য শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পাজামা; ছেলেদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, নানা নকশার টি-শার্ট এবং মেয়েদের জন্য ফ্রগ, স্কার্ট, লেহেঙ্গা, থ্রি-পিসসহ নানা নজরকাড়া পোশাক এনেছেন। তবে প্রতিদিন বিক্রি বাড়ছে। নকশায় নতুনত্ব থাকায় এবার ক্রেতাদের কাছে দেশি পোশাকের কদর বেশি।

ঈদের কেনাকাটা করতে আসা সুমি আক্তার নামের এক গৃহবধূ বলেন, তুলনামূলকভাবে দেশি পোশাকের দাম কম এবং চাহিদামতো নতুন নতুন ডিজাইনের দেশি পোশাকও পাওয়া যাচ্ছে। সে জন্য দেশী পোশাকর চাহিদা অনেক বেশী। আর এ বছর প্রচন্ড গরমের এ আবহাওয়াতে দেশীয় তৈরি সুতি কাপড়ের পোশাকের চাহিদা ক্রেতাদের কাছে বেশী।

বেসরকারী প্রতিষ্টানে কর্মরত নাজির হোসেন জানান, এ বছর আবহাওয়ার সাথে তাল মিলিয়ে সলিমগঞ্জ বাজারের মার্কেট গুলোতে বিদেশী পোশাকের চেয়ে দেশী পোশাকের চাহিদা অনেক বেশী এতে করে আমাদের মত নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ গুলোর দামের সাথে তাল মিলিয়ে দেশী পোশাক কিনতে অনেকটাই সহজ হচ্ছে।

সোমবার, ৪ জুন, ২০১৮

সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ইফতার অনুষ্ঠিত

সিঙ্গাপুর প্রতিনিধি: সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল ৩রা জুন ২০১৮ ইং রোজ রবিবার সিঙ্গাপুরের অভিজাত্য রেষ্টুরেন্ট আনন্দ ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন জ্যাক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম সোবাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলার কন্ঠ পত্রিকার প্রধান সম্পাদক একেএম মোহসিন, বাংলাদেশ থেকে আগত ব্রাহ্মণবাড়ীয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মালেক হিরা, সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি: মনিরুল ইসলাম পাঠান ও সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জাকির হোসেন ও এস এইচ আদনান শাহ্‌।

ইফতার পূর্বে স্বাগত বক্তব্য রেখেছেন স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি মিরাজ উদ্দিন। তাছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম-সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি আমিনুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুবলীগের চাঙ্গি এয়ারপোর্ট শাখার আহবায়ক মিলন রহমান, সিঙ্গাপুর ছাত্রলীগ নবগঠিত কমিটির সভাপতি সোহাগ মাহমুদ, সাধারন সম্পাদক জেপি তালাস, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দিদার, মাসুদ, বাচ্চু মিয়া, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক উজ্জল মাহমুদ, চাংগি শাখার সভাপতি আকাশ মির্জা, জুরং শাখার সভাপতি মাসুদ পারভেজ, জুরং শাখার সাধারণ সম্পাদক ইডি ইবরাহীম সহ সিঙ্গাপুর আওয়ামী ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কোরআন তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামীম আহম্মেদ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহাদাত হোসেন রাসেল।

রবিবার, ৩ জুন, ২০১৮

মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে ইফতার করলেন রোটারী ক্লাব অব নরসিংদী মিডটাউন

জহিরুল ইসলাম :

পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদী জেলার শিবপুর উপজেলার শেরপুর জামিয়া ফারুকিয়া  মাদ্রাসার এতিম শিশু ও ছাত্রদের সাথে ইফতার করেছেন রোটারী ক্লাব অব নরসিংদী মিডটাউন  । ১৬ রমজান ০২জুন শনিবার  মাদ্রাসার ছাত্রদের সাথে রোটারী ক্লাব, রোটারেক্ট ক্লাব ও ইন্টারেক্ট ক্লাব এর সদস্যবৃন্দ এই  ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।

প্রতি বছরই নরসিংদীর বিভিন্ন মাদরাসায় ছাত্রদের সাথে ইফতারে অংশ গ্রহন করে রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউন সংগঠন।
 তারই ধারাবাহিকতায় এই বছর ইফতার করে   শেরপুুর ফারুকিয়া মাদ্রাসায়। ইফতারে মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষক ছাড়াও আরো উপস্থিত ছিলেন     রোটারীয়ান জিয়াউর রহমান পিএইচএফ, প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব নরসিংদী মিডটাউন  রোটারীয়ান আই পি পি মোঃ মাহবুবুর রহমান মনির পিএইচএফ, রোটারেক্ট কমিটি চেয়ারম্যান, রোটারীয়ান পিপি এম এ বাশার বাচ্চু, গভর্নর স্পেশাল এইড, রোটারীয়ান পিপি ফারুখ আহমেদ কাজল, জোনাল কো-অর্ডিনেটর, রোটারিয়ান আইপিপি মোঃ কবির হোসেন পিএইচএফ , রায়হান খান, রিজিওনাল সেক্রেটারী ,      ২০১৮-১৯ রোটাবর্ষের রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউনের নবনির্বাচিত প্রেসিডেন্ট সবুজসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

শুক্রবার, ১ জুন, ২০১৮

আশা বিশ্ববিদ্যালয় সোসিওলোজি ক্লাবের ইফতার অনুষ্ঠিত

নজরুল আমিন জুয়েল, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গত ৩১ মে আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর এপ্লাইড সোসিওলোজি ডিপার্টমেন্ট ও সোসিওলোজি ক্লাবের উদ্যগে অসহায়, গরীব প্রান্তিক মানুষের সাথে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন।

বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতে ইফতার মাহফিলটি শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনিত হয়। আয়োজনের সার্বিক তত্তাবধানে ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. আহসান হাবীব, সিনিয়র লেকচারার ও সোসিওলোজি ক্লাব মডারেটর রওশন আরা রুমকি।

অস্ট্রেলিয়ার সিডনিতে ভিভিড লাইট শো শুরু

আবুল কালাম আজাদ, অস্ট্রেলিয়া প্রতিনিধি:
অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস ও হারবার ব্রিজের সৌন্দর্যের খ্যাতি এমনিতেই বিশ্বজোড়া। আর এর সৌন্দর্য যদি আরও বর্ণিল রূপ ধারণ করে তাহলেতো কোন কথাই নেই। সত্যিই গত ২৫ মে থেকে অপরূপ সাজে সেজেছে অপেরা হাউস। বর্ণিল 'লাইট শো'য় ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছিল এর রূপ, রং। 'ভিভিড' নামের এ লাইট শো'র মাধ্যমে এ সৌন্দর্য ছড়িয়ে দেওয়া হচ্ছে সিটিতে।

প্রতি বছরই এই ভিভিড লাইট শো সিডনিতে এ সময়টাতে হয়ে থাকে। এই আলোকসজ্জা গত ২৫ মে প্রতিদিন সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে। আগামী ১৬ জুন পর্যন্ত প্রদর্শনী শেষ হবে। শিল্প, প্রযুক্তি ও বাণিজ্যের প্রগাঢ় মেলবন্ধনের এই প্রদর্শনী দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ আসে সিডনিতে। সিডনি অপেরা হাউস, হারবার ব্রিজ, ডার্লিং হারবার, বোটানিক গার্ডেন, টারাংগু জু ও মার্টিন প্লেসসহ  শহরের বিখ্যাত স্থাপনা সাজানো হয় রং-বেরঙের বর্ণিল আলোয়।

রায়পুরা থানার দুই পুলিশের বিরুদ্ধে দফতরে অভিযোগের পাহাড়

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী :
নরসিংদীর রায়পুরা থানার পুলিশদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, চেইন অব কমান্ড অমান্যসহ বিস্তর অভিযোগ। সদর দফতরের শত চেষ্টা সত্ত্বেও তেমন পরিবর্তন হয়নি আচরনগত সমস্যারও। টাকা না পেয়ে নির্যাতন, সাধারণ মানুষকে হয়রানি ও শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ রয়েছে এ বাহিনীর কতিপয় সদস্যের বিরুদ্ধে।
তেমনি রায়পুরা থানার দুই পুলিশ কর্মকর্তা এসআই তারেক চন্দ্র শীল এবং সেকেন্ড অফিসার আল-মামুন এর বিরুদ্ধে অনেক অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে তেমন কোনো সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না।এই দুই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগের কারণে পুরো বাহিনীর সুনাম ক্ষুন্ন হচ্ছে। এই দুই পুলিশ সদস্যের একের পর এক অপরাধ করে পার পেয়ে যাওয়ায় অন্য পুলিশ সদস্যদের মধ্যে ক্রমেই অপরাধ প্রবণতা বাড়ছে।রায়পুরা থানার দুই পুলিশ কর্মকর্তা এসআই তারেক চন্দ্র শীল এবং সেকেন্ড অফিসার আল-মামুন রায়পুরা উপজেলার বাসিন্দা রফিকুল ইসলামকে গত ২২/১১/২০১৭ তারিখ থেকে বর্তমান পর্যন্ত ৩০ লক্ষ টাকা চাঁদার জন্য অমানসিক, শারীরিক এবং মানসিক নির্যাতন করে আসছে। কিছুদিন পূর্বে রফিকুল এই দুই পুলিশ কর্মকর্তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদেরকে সে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করলেও তারা রফিকুলের কাছ থেকে আরো ৩ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করে।এক পর্যায়ে রফিকুল অতিষ্ট হয়ে পুলিশ সুপার কার্যালয় এবং জেলা প্রশাসক কার্যালয়ে রায়পুরা থানার এই দুই পুলিশ কর্মকর্তা এসআই তারেক চন্দ্র শীল এবং সেকেন্ড অফিসার আল-মামুন এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে সঠিক কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় রফিকুল আতঙ্কে জীবন-যাপন করছে। বর্তমানে সে বাড়ি থেকে পালিয়ে পালিয়ে থাকছে।ঠিক এমনভাবে বিগত সময়ে রায়পুরা থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। কিন্তু তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না সঠিক কোন পদক্ষেপ। আর এর ফলে নরসিংদী জেলার ২৪ টি ইউনিয়নের সাধারণ মানুষ পড়ছে বিপদে। আশঙ্কা করা হচ্ছে, নরসিংদীর সবগুলো থানার মধ্যে রায়পুরা থানাতেই সবচেয়ে বেশি অপরাধ কার্য চলছে।এই থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন রফিকুলের অভিযোগ সম্বন্ধে জানতে চাইলে বলেন, পুলিশ সুপারের নিকট রফিকুলের অভিযোগ সংক্রান্তে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে এবং পুলিশ সুপারের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(আরও বিস্তারিত আসছে)

প্রবাসীদের সম্মানে সিঙ্গাপুর আওয়ামী লীগের ইফতার

সবুজ তালুকদার:

 পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসীদের সম্মানে সিঙ্গাপুর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সিঙ্গাপুর স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

সিঙ্গাপুর আওয়ীমী লীগের সভাপতি সালাউদ্দিন রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংন্দী জেলা পরিষদের চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া। সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদের সঞ্চলনায় এতে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী যুবলীগের আহবায়ক কে এইচ আল আমীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি জাকির হোসেন জ্যাক, সহ-সভাপতি আলেক হোসেন, সিঙ্গাপুর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আরিফ সোবহান, সিঙ্গাপুর ছাত্রলীগের সাধারন সম্পাদক জে পি তালাস।


অনুষ্ঠানে প্রধান অতিথী তার বক্তব্যে সিঙ্গাপুরে আওয়ামী পরিবারের মধ্যে ঐক্যের ভূয়াষী প্রশংসা করেন এবং সকলের জন্য অনুকরণীয় বলে অবিহিত করেন, বক্তব্যে সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা তন্ময় বলেন পবিত্র রোজার মাসে কোন প্রতিবেশী যেন অনাহারে না থাকে সেদিকে লক্ষ রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন এবং ঈদের খুশী সবাইকে ভাগ করে নেওয়ার জন্য সকলে সহযোগিতা করতে বলছেন এবং জননেত্রী শেখ হাসিনার জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন।

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ইফতার অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, অস্ট্রেলিয়া প্রতিনিধি:
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে গত ৩০শে মে বুধবার সন্ধ্যায় সিডনির রকডেলের রেডরোজ ফাংশন সেন্টারে ইফতার মাহফিল আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজানের ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ইফতার পার্টির শুরুতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি আসিফ কাওনায়েন সবাইকে স্বাগত জানান। এখন থেকে প্রতি বছর ইফতার আয়োজন থাকবে বলে তিনি জানান। 

পারস্পরিক নেটওয়ার্কিং, প্রয়োজনীয় তথ্য বিনিময়, ব্যবসায়িক পরামর্শ, দ্বিপাক্ষিক ব্যবসায়িক সুযোগ বৃদ্ধির মাধ্যমে সদস্যদের সুবিধা বাড়ানোর জন্য বিভিন্ন দেশি-বিদেশি চেম্বার ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে জোট গঠন ও ব্যবসায়িক অনুষ্ঠান আয়োজন করতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নতুন কমিটি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এই কাউন্সিলের সদস্য সংখ্যা বর্তমানে বৃদ্ধি হচ্ছে বলে সভাপতি জানান।


উক্ত ইফতার পার্টিতে আমন্ত্রিত বাংলাদেশ কমিউনিটির সন্মানিত ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন। সবশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করে সমাপ্ত ঘোষণা করা হয়।