বুধবার, ৬ মার্চ, ২০১৯

কবিতা অম্লান একুশ কবি আয়েশা মুন্নি

১৯৫২ সাল।
রাজপথ রক্তে হয়েছিল লাল।
২১ শে ফেব্রুয়ারি,
"আমি কি ভুলিতে পারি",
শহীদ মিনার আর প্রভাত ফেরি।

ভাষা শহীদের আত্মত্যাগের বিনিময়ে
যে অমর কবিতার জন্ম,
বাঙালি জাতির হৃদয়ের ক্যানভাসে
খোদাই করা সালাম, রফিক, বরবত, জব্বার
আরো নাম না জানা কতো গর্বিত সন্তান।

রক্ত দিয়ে অর্জিত এ বাংলা ভাষার অহংকার,
শির উঁচু করে দাঁড়ানো আন্দোলন স্বাধীকার।
একুশ হল বাংলা ভাষার তাজ,
শোকের গাঁথায় সাদা কালো সাজ।

ভাষায়, সার্বভৌমত্বে, সাংস্কৃতিক স্বাতন্ত্রতায়,
একুশ মানে দুর্বার, জয় দূর্জয়, নির্ভীক নির্ভয়।
এখন একুশ ঊর্ধ্বশিরে বিশ্বময় জাতির জাতিত্বে
বিশ্বমঞ্চে স্বর্ণখচিত সিংহাসনে আসীন স্বস্তিতে।

তাই
একুশ, বাংলা ভাষাভাষীদের হৃদয়ে,
 চির ভাস্বর, চির অম্লান।
Share: