আজ শিশুসাহিত্যিক ও উপন্যাসিক শাম্মীতুলতুল এর জন্মদিন
চট্টগ্রামের মেয়ে শাম্মী তুলতুল একজন লেখক, ঔপন্যাসিক ও শিশু সাহিত্যিক। পড়ছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দেশ সেরা কলেজ চট্টগ্রাম কলেজে। বাংলাদেশের জনপ্রিয় তরুণ লেখকদের মধ্যে সে অন্যতম। একটা সাহিত্য, সাংস্কৃতিক,রাজনৈতিক, অভিজাত ও মুক্তিযোদ্ধা পরিবারে চট্টগ্রাম শহরে তার জন্ম। গ্রামের বাড়ি বিখ্যাত হালদা নদী ঘেষা গ্রাম রাউজান। পরিবারে সবাইকে একদিকে যেমন দেখেছে রাজনীতিতে অংশ গ্রহণ করতে, অন্যদিকে দেখেছে সমান তালে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে অংশগ্রহণ করতে। বাবা আলহাজ আবু মোহাম্মদ খালেদ ছিলেন তৎকালীন (রাউজান) সাহিত্য, সাংস্কৃতিক সংগঠন জাগরণী সংস্থার সভাপতি ও শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা।বর্তমানে একজন বিশিষ্ট ব্যবসায়ী।মা আলহাজ কাজী রওশন আখতার ছিলেন রাউজান কলেজ ছাত্র সংগঠনের নেত্রী, রাজনীতিবিদ ও একজন সমাজসবেক ছিলেন। তিনি একজন রত্নাগর্ভা মাও।
নানা ডাক্তার কাজী এজহারুল ইসলাম ছিলেন দৌলত কবির বংশধর। নানি কাজী লতিফা হক বিখ্যাত বেগম পত্রিকায় লেখালেখি করতেন, আর দাদু আলহাজ আব্দুল কুদ্দুস মাস্টার ছিলেন সুপরিচিত লেখক, কলামিস্ট,ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, শিক্ষক ও কবি কাজী নজরুল ইসলামের বালকবন্ধু। পরিবার থেকেই অনুপ্রাণিত হয়ে এবং নিজের ইচ্ছা শক্তিবলে ছোটবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি। সেই থেকে একযুগ চাইতে বেশী সময় ধরে একযোগে দেশের আঞ্চলিক, জাতীয় দৈনিক, মাসিক ও দেশের বাইরে ভারতের ভিবিন্ন পত্র পত্রিকায় লিখে শীর্ষে আছেন। এই পর্যন্ত (২০১৩ থেকে ২০১৯) তার ১২ টি বই প্রকাশতি হয় ভিবিন্ন শীর্ষ প্রকাশনী থেকে)। লেখালেখি ও পড়াশোনার পাশাপাশি সে চট্টগ্রাম টেলিভিশনে নিয়মিত আবৃত্তি ও চট্টগ্রাম বেতারে অনুষ্ঠান গ্রন্থনা করে থাকেন। তাছাড়া অনলাইন পত্রিকার সাথেও যুক্ত আছেন। এছাড়াও তিনি পাঠাগার আন্দোলনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।
তাছাড়া সাহিত্যের অবদানের জন্য পর পর দুবার চট্টগ্রামে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল সন্মাননা ও ঢাকায় বাংলাদেশ কবি পরিষদ থেকে পুরুস্কার, গুরুত্বপূর্ণ পুরস্কার কবি নজরুল অগ্নিবীণা শিশুসাহিত্য পুরস্কার পান ২০১৮ তে।
রাউজানের নামকরা মোহাম্মদপুর স্কুল কৃতি সন্তান হিসেবে সন্মাননা প্রদান করেন তাকে। এছাড়াও পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি জেলা প্রশাসক তাকে লেখালেখির অবদানের জন্য ২০১৬ বইমেলায় প্রশংসা পত্রে ভূষিত করেন এবং সন্মাননা প্রদান করনে। সেখানে পর পর তার তিনবার একক বই মেলা হয় তার। এছাড়াও গত এপ্রিল মাসে সে রোটারিয়ানদের পক্ষ থেকে পায় লেখালেখির অবদানের জন্য পুরস্কার ২০১৯।
মুক্তিযুদ্ধের উপন্যাস চোরাবালির বাসিন্দা বইটির জন্য সে পাঠক মহলে যথেষ্ট সারা পান। তাছারা শিশু কিশোরদের জন্য লিখিত বেস্ট সেলার বই নান্টু ঝান্টুর বক্স রহস্য, পিঁপড়ে ও হাতির যুদ্ধ ,গণিত মামার চামচ রহস্য, দৈত্য হবে রাজা, টুনটুনির পাখিস্কুল, একজন কুদ্দুস ও কবি নজরুল এই বইগুলো নিয়ে যায় তাকে দীগুণ খ্যাতির শীর্ষে। এছাড়াও গত এপ্রিল মাসে সে পায় রোটারিয়ানদের পক্ষ থেকে সাহিত্য পুরস্কার।