রবিবার, ৪ মার্চ, ২০১৮

নরসিংদী সরকারী কলেজের বেসরকারী কর্মচারীদের চাকুরী জাতীয়করনের দাবীতে মানববন্ধন

জহিরুল ইসলাম, নরসিংদী:

নরসিংদীতে জেলার ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন ‘নরসিংদী সরকারী কলেজ’র বিভিন্ন বিভাগের মাষ্টার-রোলসহ দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত কর্মচারীরা চাকুরী জাতীয়করনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ শনিবার সকাল ১০ টায় নরসিংদী সরকারী কলেজ মূল ফটকের সম্মুখস্থ সড়কে একই কলেজে কর্মরত শতাধিক কর্মচারী মানববন্ধনে অংশ গ্রহণ করে।
নরসিংদী সরকারী কলেজে ১৯ টি বিষয়ে অনার্স কোর্স বিদ্যমান বয়েছে। ওই বিভাগগুলোতে কমপক্ষে ৩ জন করে প্রায় ৭০ জন কর্মচারী বিগত ৫/২০ বছর যাবৎ মাষ্টার-রোলসহ নূন্যতম দৈনিক মজুরির ভিত্তিতে দায়িত্ব পালন করে আসছে। দীর্ঘ দিন যাবৎ কর্মরত কর্মচারীদের উপেক্ষা করে একই কলেজে নতুনভাবে কর্মচারী নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ায় তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়া বাতিলপূর্ব্বক মাষ্টার-রোলসহ নূন্যতম দৈনিক মজুরির ভিত্তিতে দায়িত্ব পালনকৃত কর্মচারীরা মানববন্ধনে চাকুরী স্থায়ীসহ জাতীয়করণের দাবী জানায়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায়, একজন গার্মেন্টস কর্মীর দৈনিক মজুরি কমপক্ষে ৫০০(পাঁচশত) টাকা হলেও তদস্থলে কলেজ কর্তপক্ষ থেকে আমাদের দৈনিক মুজুরি বাবদ মাত্র ১৫০/২০০ টাকা দেয়া হয়। দীর্ঘদিন যাবৎ চাকুরী স্থায়ীকরনসহ জাতীয়করনের আশায় নামমাত্র বেতনে বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালনের মাধ্যমে পরিবার-পরিজন নিয়ে মানবেতরভাবে জীবিকা নির্বাহ করে আসছে। এমতাবস্থায় কলেজ কর্তপক্ষের নতুন কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বন্ধপূর্ব্বক মাষ্টার-রোলসহ নূন্যতম দৈনিক মজুরির ভিত্তিতে দায়িত্ব পালনকৃত কর্মচারীদের পর্যায়ক্রমে নিয়োগের আওতায় নেয়ার অনুরোধ জানায়। একই সময়ে মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মচারীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চাকুরী জাতীয়করণের দাবী জানিয়েছে।
Share: