সোমবার, ৫ মার্চ, ২০১৮

নরসিংদীতে সাংস্কৃতিক জোটের মানববন্ধন

 নিজস্ব প্রতিবেদক:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নরসিংদী সাংস্কৃতিক জোট। আজ সোমবার বিকেল সোয়া ৪টার দিকে শহরের উপজেলা মোড় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 নরসিংদী সাংস্কৃতিক জোটের সভাপতি ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন কবি সুমন ইউসুফ, সোমেন চন্দ্র পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী শুভসংঘের উপদেষ্ঠা শহিদুল হক সুমন, ভাই গিরিশ চন্দ্র পাঠাগারের সভাপতি শাহিনুর মিয়া, নরসিংদী আইডিয়াল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত, শিউলীবাগ বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা রায়হানা সরকার, কবি  আক্তারুজ্জামান, হিমু পরিবহনের সদস্য সিয়াম ফকির প্রমুখ।
Share: