বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

কবি আরজুমুন কবিতা অমন বীজ অঢেল

সাহিত্য:

অমন বীজ অঢেল
- কবি আরজুমুন
বৃক্ষ তোমার অঙ্কুরটা চেয়েছিলাম-আমি মাটি ধারণ ক্ষমতায় পূর্ণ
আমি অঙ্কুরোদগম ঘটাতাম-দুটি কুঁড়ি, দুটি পাতা, একটু সবুজ একটু ছায়া-
তারপর পরিপূর্ণ রূপ-ছায়াতলে কোন এক বিকেলে আমরা -মন চাইতো কখন যে ঝড় ওঠবে-ভুলে একটা বীজ আমার বুকে লুটোপুটি খাবে।ঝড়ো বাতাস সত্য একদিন-তোমার বীজ আমার ভূমিতে এলো ভূমি আমার ধন্য হলো-
কি দারুণ খুশী!-
সে আলো দেখবে সে ছায়া দিবে, মায়া দিবে-ভালোবাসা দিবে ভুবন ভরে-অঙ্কুরিত হওয়ার উন্মাদদনায় সে বিভোর
কি তাণ্ডব! কি তাণ্ডব! -অহমে তোমার দারুণ তেজ-রোপিত হতে দিবে না-প্রলয়ঙ্করী ভূমিধ্বস।
অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে টুকরো টুকরো হয়ে গেলো 'সবুজ'তোমার ভ্রুকুটি ও হলো না,স্বাভাবিক চলাচল-শোন, শোন,শোনো
আমার তল যে অপূর্ণ -ভূমি হাহাকার করছে,প্রাণটা প্রতিনিয়ত ডাকছে-এসো এসো এসো--আমায় রোপিত করো আমায় যেখানে ছায়া দিতে বলো দেবো-ছড়াবো না। শৃঙ্খলিত হবো,কথা দিলাম। -আমায় উপরে ফেলো না-আমি ক্ষতিকারক নই-শুধু রোপণ করো তোমারি বীজ।তুমিই ধ্বস তুমিই সাহস, আমি নিরুপায়। আচ্ছা, তুমি ও তো কারো ভূমি থেকে উৎসারিত আলোক ঝর্ণাধারা আলোকবর্ষী
তাহলে আমি আঁধারে! হাসছো বৃক্ষ! অমন বীজ তোমার অঢেল -সব বীজ অঙ্কুরিত হয়?
আমার ধ্বস, তোমার আলোকছটা -তুমি দণ্ডায়মান কোনো ভূমির ছায়া-আমি মোহমায়া
Share: