বুধবার, ৭ মার্চ, ২০১৮

সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকদের উদ্যোগে একুশে বইমেলা


★সিঙ্গাপুর প্রতিনিধি: সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ০৪ মার্চ রোববার দেশটির পেঞ্জুরু রিক্রিয়েশন সেন্টারে স্থানীয় সময় বিকেল চারটা থেকে শুরু হয়ে এ মেলা চলে রাত নয়টা পর্যন্ত।

বই মেলার আসা মতিউর রহমান নামে এক বাংলাদেশি বলেন, সিঙ্গাপুরে বইমেলা ও একুশের গান হবে শুনে ঘরে বসে থাকতে পারিনি। নিজের সংস্কৃতি ও ভাষার টানে ছুটে এসেছি। আয়োজক কমিটির প্রতি অনুরোধ তারা যেন প্রতি বছর এ মেলার আয়োজন করেন।

বইমেলার আয়োজকদের একজন বলেন, অনেকেই বলেন বর্তমান তরুণ প্রজন্ম বই পড়ে না। সারাদিন ফেইসবুক নিয়ে পড়ে থাকে। কিন্তু আজকে মেলায় আসা প্রবাসীদের দেখে মনে হচ্ছে তারা মিথ্যা কথা বলেন। বর্তমান তরুণ প্রজন্ম আগের চাইতে বেশি বই পড়েন। দরকার শুধু তাদের হাতের নাগালে বই পৌঁছে দেওয়া।




বইমেলা চলার সময় অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে আয়েশা সিদ্দিকা শেলি, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে মন্জুরুল মান্নান ভুঁইয়া, শাহিন আমিনুল্লাহ, জিল্লুর রহমান, বাংলাদেশ বিজনেস চেম্বারের পক্ষ থেকে এর সাধারণ সম্পাদক মামুন ও সামিরা। ভাষা আন্দোলনের উপর আলোচনা সভায় আয়োজক কমিটির পক্ষ থেকে সিঙ্গাপুরে স্থায়ী শহীদ মিনার তৈরির দাবি জানানো হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারত ও সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি কবিরা ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন। দেশাত্মবোধক গান শোনায় ‘মাইগ্রেন্ট ব্যান্ড দল’। মাইগ্রেন্ট ব্যান্ডের পরিচালক নীল সাগর বলেন, প্রবাসে দেশাত্মবোধক গান শুনিয়ে প্রবাসীদের মাঝে দেশপ্রেম জাগানো সত্যি খুব সৌভাগ্যের। আয়োজক কমিটিকে তাই ধন্যবাদ জানাই।
Share: