সোমবার, ২২ অক্টোবর, ২০১৮

পারুল নিশার কবিতা এক হবো

ঠোঁটের কোণে হাসি থাকলে
ভালো থাকা কি বলে?
তবে এভাবেই জীবন তরী
যাচ্ছে দারুণ চলে!

উপরে মানুষ খুব সাধারণ
ভেতরে মানুষ সব পোকা
জন্ম হতে আজ অবধি
পেয়েছি কেবল ধোকা...!

সব ছেড়ে আবার একা হবো
একাকিনী নিশির মতো
হয়তো একদিন ঝরে যাবো
ঝলসানো রোদে শিশিরের মতো ---!

Share: